Panchayat Elections 2023: ‘আমি তো তৃণমূলই করিনি’, বহিষ্কৃত হয়ে অবাক দুই নির্দল প্রার্থী, ‘বিজেপির থেকে টাকা নেয়’, কটাক্ষ নির্মলের

Supradeep Mondal | Edited By: জয়দীপ দাস

Jul 05, 2023 | 9:40 PM

Panchayat Elections 2023: বহিষ্কৃতদের তালিকায় ছিলেন ২১১ নম্বর বুথের নির্দল প্রার্থী সাগরিকা ভৌমিক ও ২২৪ নম্বর বুথের নির্দল প্রার্থী সালমা বেগম। তাঁদের দাবি, তাঁরা নাকি কোনওদিন তৃণমূলই করেননি।

Panchayat Elections 2023: ‘আমি তো তৃণমূলই করিনি’, বহিষ্কৃত হয়ে অবাক দুই নির্দল প্রার্থী, ‘বিজেপির থেকে টাকা নেয়’, কটাক্ষ নির্মলের
নির্দল প্রার্থী সাগরিকা ভৌমিক ও নির্দল প্রার্থী সালমা বেগম।
Image Credit source: TV-9 Bangla

Follow Us

উলুবেড়িয়া: দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ায় পড়তে হয়েছে রোষের মুখে। জেলায় জেলায় বহু তৃণমূল কর্মীকে এই কারণে দল থেকে বহিষ্কারও করা হয়েছে। এদিকে কয়েকদিন আগে একই ছবি দেখতে পাওয়া গিয়েছিল উলুবেড়িয়ায়। যে সমস্ত দলীয় কর্মীরা তৃণমূল (Trinamool Congress) ছেড়ে নির্দল প্রার্থী হিসাবে পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) অংশগ্রহণ করেছেন তাঁদের দল থেকে বহিষ্কার করেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি। তাদের মধ্যে অবশ্য উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থীর সংখ্যাই বেশি। তালিকায় ছিলেন ২১১ নম্বর বুথের নির্দল প্রার্থী সাগরিকা ভৌমিক ও ২২৪ নম্বর বুথের নির্দল প্রার্থী সালমা বেগম। যদিও এখন দুজনেই দাবি করছেন তাঁরা কেউই কোনওদিন তৃণমূল করেননি। মানুষের কাছে ভুল বার্তা দিতেই তৃণমূল এই চক্রান্ত করেছে বলে দাবি তাঁদের। তবে পাল্টা কটাক্ষ করেছেন নির্মল মাজি।

২৪ নম্বর বুথের নির্দল প্রার্থী সালমা বেগম বলছেন, “আমি আগে কখনওই রাজনীতি করিনি। এই প্রথম আমি রাজনীতির ময়দানে নেমেছি। গ্রামবাসীরা নামিয়েছে। ওরা কেন এরকম করছে আমি জানি না। এর আগে কোনওদিন কোনও দলের সঙ্গে যুক্ত ছিলাম না। তবে আমার মনে হয়, ওদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলে ভয় পাচ্ছে। হেরে যাওয়ার ভয় পাচ্ছে। কিন্তু, গ্রামবাসীরা আমার সঙ্গে আছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।” 

একই সুর ২১১ নম্বর বুথের নির্দল প্রার্থী সাগরিকা ভৌমিকের গলায়। তিনি বলছেন, “আমি তো এটা দেখে খুবই অবাক হয়েছি। আমি তৃণমূলে কোনওদিনই সক্রিয় কর্মী ছিলাম না। ওদের দলের কোনও মিটিং-মিছিলে আমাকে কোনওদিন দেখা যায়নি। তাই তারপরও আমি দল থেকে কী করে বহিষ্কৃত হলাম সেটা ভেবেই আমার খুব অবাক লাগছে। মনে হচ্ছে পুরোটাই পাগলের কাজ।” অন্যদিকে পাল্টা কটাক্ষবাণ শানিয়ে খানিক রসিকতার সুরে নির্মল মাঝি বলেন, “তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। রাজার হস্ত করে সমস্ত কাঙালেন ধন চুরি।” তাঁর দাবি, “ওরা কাঙালের ধন চুরি করেছে। ওরা রাতের অন্ধকারে বিজেপির থেকে টাকা নেয়। ওরা মানুষ নয়, ওদের মান আর হুঁশ কিছুই নেই। এখন তো ওরা এসব কথা বলবেই। যারা ডাকাত তারা বলে ডাকাতি করিনি। যারা চোর তারা বলে চুরি করিনি।”

Next Article