ডোমজুড়: মাঝরাতে নির্দল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক উত্তেজনা হাওড়ার (Howrah) ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় বেগড়ি গ্রাম পঞ্চায়েতের ২৯৬ নম্বর বুথে নির্দল প্রার্থী প্রিয়া মল্লিকের আত্মীয় কোহিনূর শেখের নাক ফেটে গিয়েছে। আঘাত লেগেছে মাথায়। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ডোমজুড় থানার পুলিশ। তারপরই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।
যদিও সমস্ত অভিযোগই অস্বীকার করেছে শাসকদল। তাঁদের দাবি, তৃণমূলের লোকজন নয়, এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন ওই মহিলা। এদিকে প্রিয়া মল্লিকের অভিযোগ, ডোমজুড়ে তিনি তাঁর বাবার বাড়িতে থাকছিলেন। সেখানেই মঙ্গলবার রাতে প্রায় শতাধিক লোকজন গিয়ে হামলা চালায়। ঘিরে ফেলা হয় গোটা বাড়ি। শুরু হয় ইট বৃষ্টি। ভয়ে তাঁরা বাড়ির দরজা বন্ধ করতে গেলে মারমুখী তৃণমূল কর্মীদের মুখে পড়ে যান প্রিয়া দেবী। ইটের আঘাতে মাথা ফাটে তাঁর আত্মীয়ের। মারাত্মক আঘাত লাগে নাকেও।
যদিও হামলার অভিযোগ অস্বীকার করে এলাকার তৃণমূল নেতা শেখ হাফিজুলের দাবি, “এলাকা শান্তই ছিল। কিন্তু, ওই নির্দল প্রার্থীর বাবা বহিরাগতদের নিয়ে গ্রামে অশান্তি পাকানোর চেষ্টা করছেন। বহিরাগতরা এলাকায় ঢুকছে। মুখে কাপড় বেঁধে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে। তারই প্রতিবাদে গ্রামবাসীরা একত্রিত হয়ে ওদের বাড়ি ঘেরাও করতে গিয়েছিল। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”