West Bengal Panchayat Elections 2023: স্ত্রী নির্দল প্রার্থী, শ্রীঘরে গেলেন স্বামী, গ্রেফতারির কারণ দর্শাতে পারল না পুলিশ!

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 05, 2023 | 4:33 PM

West Bengal Panchayat Elections 2023: নির্দল প্রার্থীর অভিযোগ, শাসক দল পুলিশের সাহায্য তাঁদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু নির্দল প্রার্থী এখনও আশাবাদী। তিনিই জিতবেন নিজের অঞ্চলে। এই ভয়তেই শাসকদল পুলিশকে হাতিয়ার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: স্ত্রী নির্দল প্রার্থী, শ্রীঘরে গেলেন স্বামী, গ্রেফতারির কারণ দর্শাতে পারল না পুলিশ!
নির্দল প্রার্থী
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: স্ত্রী দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসাবে। আর রাতারাতি শ্রীঘরে গেলেন স্বামী। কী কারণে গ্রেফতার, সঠিকভাবে জানাতেই পারল না পুলিশ। অভিযোগ তেমনই। ঝুমা নাথ বালি দুর্গাপুর অভয়নগর(দুই) ১৩৩ নম্বর পার্টে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে নিশ্চিন্দা থানার পুলিশ তাঁর স্বামী হেমন্ত নাথকে থানায় নিয়ে যায়। তবে কী কারণে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে, তা পুলিশ দেখাতেই পারেনি বলে অভিযোগ পরিবারের। নিশ্চিন্দা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে কথা বলে জানতে পারা যায় শাসক দলের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁরা গ্রেফতার হয়েছেন। কী কারণে হয়েছেন, তার জানা নেই। আর তাতেই প্রশ্নের মুখে পড়েছে শাসক শিবির।

নির্দল প্রার্থীর অভিযোগ, শাসক দল পুলিশের সাহায্য তাঁদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু নির্দল প্রার্থী এখনও আশাবাদী। তিনিই জিতবেন নিজের অঞ্চলে। এই ভয়তেই শাসকদল পুলিশকে হাতিয়ার করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে অভিযোগ।

মঙ্গলবার রাতে হেমন্ত নাথ এবং গুড্ডু নামে তাঁর আরও এক সঙ্গীকে গ্রেফতার করে নিশ্চিন্দা থানার পুলিশ। তাঁর স্ত্রী ঝুমা নাথ জানিয়েছেন, যেদিন থেকে তিনি মনোনয়ন জমা করেছেন তারপর থেকেই তাঁর বাড়ির সামনে রাতবিরেতে বহিরাগতদের আনাগোনা শুরু হয়েছে। এলাকায় যেখানে যেখানে তাঁর সমর্থনে পোস্টার লাগানো হয়েছিল তা সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে।

প্রায় একই ধরনের অভিযোগ করলেন, অন্য আরেক নির্দল প্রার্থী হরি নস্কর। পঞ্চায়েত ভোটে হেরে যাওয়ার ভয়ে শাসক শিবির এই সব উদ্দেশ্যপ্রণোদিতভাবে করছে।

যদিও স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ দাস বলেন, “নির্দল প্রার্থীরা সাধারণ ভোটারদের রাতে ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তারই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের নিরিখে ভোট দেবেন। তাতে নির্দল প্রার্থীদের নিয়ে কোনও মাথা ব্যথা নেই।” তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তি ও মিথ্যা বলে জানিয়েছেন তিনি।

Next Article