Fire in Howrah: ফের হাওড়ার মঙ্গলাহাটে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন
Fire in Howrah: এই মঙ্গলাহাটেই ২০২৩ সালের ভয়াবহ আগুন লাগে। ওই সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল একাধিক কাপড়ের দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিও হয়েছিল। এবারও আগুন লাগতেই শুরুতেই সেই স্মৃতি ফিরে আসে ব্যবসায়ীদের মনে। তীব্র আতঙ্কের আবহ তৈরি হয় এলাকায়।

হাওড়া: হাওড়ার মঙ্গলহাটে ফের আগুন আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন। এদিন বেলায় আচমকাই মঙ্গলহাট চত্বরে থাকা মর্ডান বিল্ডিংয়ের তিনতলা থেকে গলগল করে সাদা ধোঁয়া বের হতে দেখা যায়। তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পাশেই হাওড়া থানা। খবর দেওয়া হয় সেখানেও। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ততক্ষণে খবর পেয়ে চলে আসে দমকল। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে বাইরে থেকে ধোঁয়া দেখা গেলেও আগুনের লেলিহান শিখা দেখা যায়নি।
সূত্রের খবর, বাজারের মধ্যেই এই মর্ডান বিল্ডিংয়ে প্রায় ২০০-র কাছাকাছি দোকান আছে। এই বিল্ডিংয়েরই তিনতলা থেকে ধোঁয়া বের হতে থাকে। দমকল পৌঁছাতেই ফাঁকা করে দেওয়াহয় গোটা বিল্ডিং। গোটা বিল্ডিংয়ে প্রায় ৩ হাজারের কাছাকাছি ব্যবসায়ী রয়েছেন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকলকে। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মন্ত্রী অরূপ রায়। সরেজমিনে ঘুরে দেখেন অকুস্থল।
এই মঙ্গলাহাটেই ২০২৩ সালের ভয়াবহ আগুন লাগে। ওই সময় পুড়ে ছাই হয়ে গিয়েছিল একাধিক কাপড়ের দোকান। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতিও হয়েছিল। এবারও আগুন লাগতেই শুরুতেই সেই স্মৃতি ফিরে আসে ব্যবসায়ীদের মনে। মুহুর্তে আতঙ্ক দানা বাঁধে গোটা বাজারে। তবে কোনও হতাহতের খবর না আসায় শেষ পর্যন্ত কিছুটা স্বস্তিতে ব্যবসায়ীরা।
