আন্দুল বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০-১২ দোকান

Mar 12, 2021 | 12:12 AM

স্থানীয়রা জানিয়েছেন, একটি চায়ের দোকান থেকেই কাঠের গুদামে আগুন (Fire) লাগে।

আন্দুল বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১০-১২ দোকান
আগুনের লেলিহান শিখার গ্রাসে দোকান।

Follow Us

হাওড়া: আন্দুল বাজারে ভয়াবহ আগুন (Fire)। ঘটনাস্থলে দমকলের ছ’টি ইঞ্জিন। স্থানীয় বাসস্ট্যান্ডের কাছে বাজারে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই আগুন লাগে। ১০-১২টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে বাজারের ভিতরে একটি সিনেমা হলের উল্টোদিকে থাকা কাঠের গুদামে আগুন লাগে। সেই থেকে আগুন ছড়ায় বাজারে।

স্থানীয় এক ব্যবসায়ী অশোক মিশ্র জানান, কাঠের গুদাম ছাড়াও একটি বড় আসবাবপত্রের গুদামেও আগুন লেগে যায়। সেখানে আলমারির জন্য রাখা কেমিক্যাল থেকে আগুন দ্রুত ছড়ায়। তাঁর কথায়, দু’টি বড় গুদাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুড়েছে বেশ কয়েকটি গুমটি দোকানও।

আরও পড়ুন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের লেলিহান শিখাকে আয়ত্তে আনতে দমকলের ১০টি ইঞ্জিন

তবে আন্দুল বাজারের আশপাশে প্রচুর আবাসন থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। অনেকেই আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়। কী ভাবে এই আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল আধিকারিকরা।

স্থানীয়রা জানিয়েছেন, পাশে থাকা একটি চায়ের দোকান থেকেই কাঠের গুদামে আগুন লাগে। প্রাথমিক তদন্তে অনুমান,কাঠের গুদামে প্রচুর দাহ্য বস্তু থাকায় কোনওভাবে তাতে আগুন লেগে দ্রুত তা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশও।

Next Article