আগুনে পুড়ল বাড়ি
Image Credit source: Tv9 Bangla
হাওড়া ময়দান: একে শীতকাল। তারপর আবার রবিবার। তাই খানিকটা হালকা চালেই দিনটা শুরু হয়েছিল অনেকের। সকালবেলা চায়ের দোকানে বসে গল্প-সংবাদপত্র নিয়ে ঘাটাঘাটি চলছিল পাড়ার চায়ের দোকানে। কিন্তু হঠাৎ বাজ পড়ল মাথায়। চায়ের দোকানের পাশের বাড়িটির দিকে তাকাতেই চক্ষুচড়কগাছ। কালো ধোঁয়ায় ঢেকেছে সম্পূর্ণ বাড়িটি। দাউদাউ করে জ্বলছে সেটি।
ঘটনাস্থল হাওড়া ময়দানের পঞ্চান্নতলা এলাকায়। সেখানেই একটি চায়ের দোকান লাগোয়া বাড়িতে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। তবে কী থেকে আগুন ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়।
এক নজরে সব আপডেট (সর্বশেষ তথ্য উপরে)
- দমকল কর্মী সোমনাথ প্রামাণিক বলেছেন, “পাশে চায়ের দোকান রয়েছে। সেখান থেকেও লাগতে পারে। এখন পর্যন্ত কেউ আহত হয়নি। তবে কী থেকে লেগেছে তা তদন্ত সাপেক্ষ।”
- শেষ পাওয়া খবর অনুযায়ী (সকাল সাড়ে ৯টা) দমকলের দু’টি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও। সম্পূরণ পরিস্থিতি আয়ত্তে আনতে বেগ পেতে হচ্ছে।
- কিন্তু বাড়ির ভিতরে কেউ না থাকলেও আশপাশে রয়েছে একাধিক ছোট দোকান। তাই আতঙ্কিত হয়ে পড়েছেন সেখানকার দোকানদাররা। তাদের বক্তব্য আগুন যদি এখনও নিয়ন্ত্রণে আনা না যায় যে কোনও সময় বড়সড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণে এই দোকান চালিয়েই তাদের সংসার চলে। ফলে আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না তাঁরা।
- তবে এলাকাবাসী জানিয়েছেন, বাড়িটি তালা বন্ধ ছিল। ফলত বাড়ির ভিতরে কেউ না থাকায় তেমন কোনও বড় দুর্ঘটনা ঘটেনি।
- কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে সেই আগুন দাউদাউ করে বৃহত্তর আকার ধারণ করে। স্থানীয় মানুষজন জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলকে। কিছুক্ষণের মধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে।
- জানা গিয়েছে, ওই বাড়ির কাছে একটি চায়ের দোকান ছিল। সকাল সাড়ে আটটা নাগাদ সেখানেই বসেছিলেন অনেক খদ্দের। হঠাৎই তাঁদের নজর যায় বাড়িটির দিকে। বাড়ির জানালা দিয়ে দেখতে পান আগুন ধরে গিয়েছে।