Howrah Theft Case: সরকারি প্রকল্পের সেতু তৈরির সামগ্রীও সাফ! উধাও ১০ লাখ টাকার যন্ত্রপাতি

Subrata Banerjee | Edited By: Soumya Saha

Dec 16, 2023 | 2:15 PM

Howrah Theft Case: রাতারাতি উধাও হয়ে গিয়েছে সেতু তৈরির একাধিক সামগ্রী। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ লাখ টাকা। সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সন্দেহ, সেগুলি চুরি হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ঠিকাদার সংস্থা।

Howrah Theft Case: সরকারি প্রকল্পের সেতু তৈরির সামগ্রীও সাফ! উধাও ১০ লাখ টাকার যন্ত্রপাতি
সেতুর নির্মাণ সামগ্রী চুরির অভিযোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: সরকারি প্রকল্পে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে হাওড়ার জগৎবল্লভপুরে। সেখানে খাড়াপাড়ায় কানা দামোদর নদীর উপর চলছে সেতু তৈরির কাজ। সেতু তৈরির জন্য প্রচুর সামগ্রী সেখানে রাখা আছে। শ্রমিকরা কাজ চালাচ্ছেন। শুক্রবারও রাত ১২টা পর্যন্ত কাজ চলেছে। তারপর শ্রমিকরা ঘুমিয়ে পড়েছিলেন। আর এরপর সকালে ঘুম থেকে উঠেই একেবারে চক্ষু চড়কগাছ। রাতারাতি উধাও হয়ে গিয়েছে সেতু তৈরির একাধিক সামগ্রী। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১০ লাখ টাকা। সেতু নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ারের সন্দেহ, সেগুলি চুরি হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছে ওই ঠিকাদার সংস্থা।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসেই এই সেতু নির্মাণের কাজের শিলান্যাস হয়েছিল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই সেতু তৈরির কাজের শিলান্যাস হয়েছিল। গত কয়েকদিন ধরে পুরোদমে কাজও শুরু করে দিয়েছে এই নির্মাণকারী ঠিকাদার সংস্থা। কিন্তু এসবের মধ্যেই শুক্রবার গভীর রাতে লাখ লাখ টাকার মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে গিয়েছে বলে অভিযোগ। ঠিকাদার সংস্থার বক্তব্য, দু’টি হাইড্রোলিক জ্যাক-সহ আরও দুটি সামগ্রী রাতের অন্ধকারে কেউ বা কারা চুরি করে নিয়ে পালিয়েছে। এই মর্মে থানাতেও লিখিত অভিযোগ জানিয়েছে তারা।

রাতের চোরের উপদ্রব, তার উপর এত দামী যন্ত্রপাতি চুরি যাওয়ায় ভয়ঙ্কর দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন ঠিকাদার সংস্থার মালিক পক্ষ। গতরাতের ঘটনার পর নিরাপত্তার অভাবও বোধ করতে শুরু করেছেন ঠিকাদার সংস্থার শ্রমিকরা। এমন অবস্থায় পুলিশ যাতে দ্রুত বিষয়টি নিয়ে পদক্ষেপ করে, সেই দাবি জানিয়েছে ওই ঠিকাদার সংস্থা।

Next Article