Governor C V Anand Bose: রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন, দুর্গাপুরকাণ্ডে উদ্বিগ্ন রাজ্যপাল
Governor On Durgapur Case: সোমবার দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে, সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন, সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন।

হাওড়া: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে নির্যাতিতার সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। দুর্গাপুর যাওয়ার আগে রাজ্য়পাল সাংবাদিকদের সামনে জানালেন, আগে তিনি নির্যাতিতার সঙ্গে কথা বলবেন। তিনি আক্রান্ত এবং তাঁর বাবা-মায়ের পরিস্থিতি বুঝতে পারছেন। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি জানান, আগে তিনি ওই ডাক্তারি ছাত্রীর সঙ্গে কথা বলবেন। তার কাছ থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন।
সোমবার দুপুর আড়াইটার সময় তিনি হাওড়া স্টেশন থেকে গাড়িতে চেপে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে, সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন, সেখানে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু তা করতে পারেননি। তাতে ক্ষুব্ধ হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা।
সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “ডাক্তারদের বলে দেওয়া হয়েছে, ম্যানেজমেন্টের পক্ষ থেকে, যাতে মুখ খুলতে না। আমার কাছে তো নাই-, জাতীয় মহিলা কমিশন আসছে, তাঁদের কাছে যেন মুখ না খোলেন। ডাক্তারদের মুখ খোলা, কথা বলা বারণ, যদি মুখ খোলেন, চাকরি চলে যাবে।”
এমনকি চিকিৎসার সম্পূর্ণ তথ্য নির্যাতিতার বাবাকেও জানানো হচ্ছে না বলে অভিযোগ করেন শুভেন্দু। যদিও পরে নির্যাতিতার মেডিক্যাল রিপোর্ট সামনে আসে। রিপোর্টে ধর্ষণে ইঙ্গিত রয়েছে বলে জানা গিয়েছে। সেই রাতে ঠিক কী ঘটেছিল, তা জানতেই সরাসরি নির্যাতিতার সঙ্গে কথা বলতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস।
