AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Agitation: দৈনিক বেতন বৃদ্ধির দাবিতে হাওড়া পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ

Howrah: সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় কর্মবিরতি পালন করেন এই কর্মীরা। এদিকে তাঁদের কর্মবিরতির জেরে শহরে জঞ্জাল-স্তূপে উপচে পড়ে ভ্যাটগুলি। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ নামে একটি সংগঠন এই বিক্ষোভের পুরোভাগে ছিল বলে সূত্রের দাবি। কর্মবিরতির পাশাপাশি দাশনগরে বোরো অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভও দেখান আন্দোলনকারী সাফাই কর্মীরা।

Agitation: দৈনিক বেতন বৃদ্ধির দাবিতে হাওড়া পুরনিগমে সাফাই কর্মীদের বিক্ষোভ
প্রতিবাদে স্বাস্থ্য ও সাফাই কর্মীরা। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 17, 2023 | 7:41 AM
Share

হাওড়া: দৈনিক মজুরি বৃদ্ধি-সহ ৯ দফা দাবিকে সামনে রেখে হাওড়া পুরনিগমে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন এখানকার অস্থায়ী সাফাই কর্মী ও স্বাস্থ্য কর্মীরা। রোজের মজুরি বৃদ্ধি, চাকরির নিরাপত্তা,অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, চিকিৎসার যথাযথ ব্যবস্থা, পুজোর বোনাস-সহ মোট ৯টি দাবি তাঁদের। স্বাস্থ্য ও সাফাই বিভাগ মিলিয়ে কয়েকশো কর্মী এদিন পুরনিগম চত্বরে বসে পড়েন। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে চাপানউতর তৈরি হয়।

প্রথমে পুরনিগমের গেটের সামনে বসলেও পরে বিক্ষোভকারী হাজির হন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তীর অফিসের সামনেও। রাস্তায় বসে পড়েন তাঁরা। প্রচুর মহিলা শামিল হন এই কর্মসূচিতে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হতে থাকে, হাওড়া থানা থেকে বিশাল পুলিশের দল এসে হাজির হয়। মহিলা পুলিশের পাশাপাশি এসে পৌঁছয় র‍্যাফ। হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারাও হাজির হন সেখানে।

সূত্রের খবর, সোমবার সকাল থেকেই একাধিক জায়গায় কর্মবিরতি পালন করেন এই কর্মীরা। এদিকে তাঁদের কর্মবিরতির জেরে শহরে জঞ্জাল-স্তূপে উপচে পড়ে ভ্যাটগুলি। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ নামে একটি সংগঠন এই বিক্ষোভের পুরোভাগে ছিল বলে সূত্রের দাবি। কর্মবিরতির পাশাপাশি সোমবার দাশনগরে বোরো অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভও দেখান আন্দোলনকারী সাফাই কর্মীরা। সাফাই কর্মী ও স্বাস্থ্য কর্মীদের ১৪ জনের একটি প্রতিনিধিদল সুজয় চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎও করেন। সূত্রের খবর, তাঁদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসক।