হাওড়া: চতুর্থীর রাতে স্ত্রী ও দুই ছেলেকে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। রাতভোর ঠাকুর দেখে ভোরে গাড়িতে বাড়ি ফিরছিলেন। পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন চার জন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। অল্পের জন্য প্রাণ বাঁচলেও, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। বাঁকড়ার হাওড়া আমতা রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা।
বুধবার রাতে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে গাড়ি ঠাকুর দেখতে বেরিয়েছিলেন বাঁকড়ার বাসিন্দা কার্তিক কুমার গুপ্ত। ভোরে বাড়ি ফিরছিলেন। গাড়ি চালাচ্ছিলেন কার্তিক নিজেই। বাড়ি সামনেই ছিল। ভোর পাঁচটা নাগাদ বাড়ির কাছেই বাঁকড়ার হাওড়া আমতা রোডে জাপানি গেট এলাকায় উল্টো দিক থেকে আসা একটি লরি মুখোমুখি ধাক্কা মাকে। গাড়ির সামনের অংশ রীতিমতো দুমড়ে যায়। অল্পের জন্য প্রাণে বাঁচেন চারজনেই।
পুজোর সময়ে ভোরে বেশ লোক ছিল। বিকট শব্দ শুনতে পেয়ে ছুটে এসেছিলেন তাঁরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে গাড়ি থেকে চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় হাওড়া আমতা রোডে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। চিকিৎসার পর কার্তিক শুধু এটুকুই বলেন, “ঈশ্বরের আশীর্বাদেই আজ আমরা বেঁচে।”