Howrah Money Recover: হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই মিলল ৩১,৯৫,০০০ টাকা

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2023 | 6:40 PM

Howrah Money Recover: বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের আট নম্বর প্ল্যাটফর্মে। জানা গিয়েছে, লক্ষ্মীসরাই এক্সপ্রেস ঢুকছিল ওই প্ল্যাটফর্মে। ট্রেন ঢোকার খানিক আগে দুই ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল বলে খবর।

Howrah Money Recover: হাওড়া স্টেশনে ব্যাগ খুলতেই মিলল ৩১,৯৫,০০০ টাকা
হাওড়া স্টেশনে উদ্ধার লক্ষাধিক টাকা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স। ট্রেন লাইনে ঢুকল প্ল্যাটফর্মে। সেই সময় আরপিএফ-র নজরে এল দুই যুবক। পিঠে কালো ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে ঘুরঘুর করছিলেন তাঁরা। সন্দেহ হওয়ার তাঁদের পাকড়াও করেন আরপিএফ জওয়ানরা। আর তারপরই ফাঁস রহস্য।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের আট নম্বর প্ল্যাটফর্মে। জানা গিয়েছে, লক্ষ্মীসরাই এক্সপ্রেস ঢুকছিল ওই প্ল্যাটফর্মে। ট্রেন ঢোকার খানিক আগে দুই ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল বলে খবর।

সেই সময় আরপিএফ জওয়ানরা ওই দুই ব্যক্তিকে পাকড়াও করে তাঁদের ব্যাগে তল্লাশি চালায়। উদ্ধার হয় মোট ৩১ লক্ষ ৯৫ হাজার টাকা। ধৃতের নাম সুরেন্দ্রপ্রসাদ লাহারাকা (৬৫)। মুকেশ মণ্ডল (৬৪)। জানা গিয়েছে, এদের মধ্যে একজনের বাড়ি লক্ষ্মীসরাইয়ে। অপরজনের বাড়ি জামালপুরে। এত টাকা নিয়ে তাঁরা কোথায় যাচ্ছিলেন তার যথাযুক্ত প্রমাণ দিতে পারেনি অভিযুক্তরা। বাজেয়াপ্ত টাকা তুলে দেওয়া হয়েছে ইনকাম ট্যাক্স অফিসারদের হাতে।

Next Article