Train Cancel: ভর সন্ধেয় বন্ধ লোকাল ট্রেন, চরম বিপত্তি টিকিয়াপাড়ায়

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 29, 2024 | 8:09 PM

Howrah Train Cancel: জানা যাচ্ছে, সোমবার বিকেট পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে ঘটনাটি ঘটেছে। যার জেরে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই ঘটনা জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

Train Cancel: ভর সন্ধেয় বন্ধ লোকাল ট্রেন, চরম বিপত্তি টিকিয়াপাড়ায়
টিকিয়াপাড়ায় চলছে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: ফের ব্যাহত ট্রেন চলাচল। রেলের ওভারহেড তারে গাছের ডাল ভেঙে বিপত্তি। যার জেরে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া আমতা শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এ দিকে, অফিস যাত্রীদের ফেরার সময় এই ঘটনা ঘটনায় দুর্ভোগে সাধারণ মানুষ। অপরদিকে আবার টিকিয়াপাড়া স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। যথা সময়ে ট্রেন না মেলায় ক্ষোভে ফেটে পড়েছেন যাত্রীরা।

জানা যাচ্ছে, সোমবার বিকেট পাঁচটা নাগাদ বড়গাছিয়া স্টেশনে কাছে ঘটনাটি ঘটেছে। যার জেরে দাঁড়িয়ে একের পর এক ট্রেন। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, এই ঘটনা জেরে ওই শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। রেলের টাওয়ার ভ্যান এলাকায় পৌঁছেছে। ইঞ্জিনিয়ররা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এক যাত্রী বলেন, “শুনলাম ট্রেনের তার কেটে গিয়েছে। এক ঘণ্টা হতে চলল ট্রেন দাঁড়িয়ে।”

এ দিকে, নির্দিষ্ট সময়ে ট্রেন না পেয়ে বিক্ষোভ শুরু হয়েছে টিকিয়াপাড়া স্টেশনে। কার্যত রেল লাইনে বসে পড়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ঠিক সময়ে ট্রেন পাওয়া যায় না। পেলেও দেরীতে চলে ট্রেন। আজও টিকিয়াপাড়ায় ফেরার ট্রেন না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবরোধ করেন যাত্রীরা। বন্ধ ওই শাখায় ট্রেন পরিষেবা।

Next Article