Drug Addicts: মাদকাসক্তদের সমাজের মূলস্রোতে ফেরাতে উদ্যোগ হাওড়া পুলিশের

Rehabilitation: মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে নেশামুক্তি ঘটিয়ে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি তাঁদের কম্পিউটার শেখানো হবে।

Drug Addicts: মাদকাসক্তদের সমাজের মূলস্রোতে ফেরাতে উদ্যোগ হাওড়া পুলিশের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Feb 26, 2023 | 6:14 AM

হাওড়া: মাদকের নেশা সর্বনাশা! সর্বনাশা নেশায় আসক্তদের সমাজের মূলস্রোতে ফেরাতে বিশেষ উদ্যোগ নিল পুলিশ। মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে রেখে নেশামুক্তি ঘটানো এবং সমাজের মূলস্রোতে ফিরতে প্রশিক্ষণের ব্যবস্থাও করবে পুলিশ। যাতে তাঁরা কাজ পেতে পারেন। এবং সেই কাজের মাধ্যমে সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। প্রয়োজনে পুলিশের সিভিক ভলান্টিয়ারের কাজেও নিযুক্ত করা হতে পারে। মাদকাসক্তদের সমাজের মূলস্রোতে ফেরাতে এই উদ্যোগ নিচ্ছে হাওড়া সিটি পুলিশ। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘শুদ্ধি’। শনিবার হাওড়ায় এই প্রকল্পের সূচনা করা হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনার প্রকল্পটি চালু করেন। নেশায় বুদ হয়ে থাকেন যাঁরা, এই প্রকল্পের হাত ধরে তাঁদের জীবনে পরিবর্তনের সুযোগ আনতে চাইছে পুলিশ।

মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে পাঠিয়ে নেশামুক্তি ঘটিয়ে তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা হবে। পাশাপাশি তাঁদের কম্পিউটার শেখানো হবে। এমনকি প্রয়োজনে তাঁদের চাকরির ব্যবস্থাও করে দেওয়া হবে। পুলিশের সিভিক ভলান্টিয়ার বা হোম গার্ডের মতো চাকরিও তাঁদের দেওয়া হতে পারে। শনিবার হাওড়া সিটি পুলিশের তরফে ‘শুদ্ধি’ নামে এমনই একটি প্রকল্প চালু করা হল। এদিন হাওড়ায় এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি ও কালিম্পংয়ের পুলিশ সুপার অপরাজিতা রায় -সহ হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাওড়ার বিভিন্ন থানা এলাকা থেকে ১০ জন মাদকাসক্তকে নরেন্দ্রপুরের কামালগাজি এলাকার একটি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়। একটি বেসরকারি সংস্থা ও একটি বেসরকারি ব্যাঙ্কের সাহায্যে হাওড়া সিটি পুলিশ এই প্রকল্প চালু করলো।

এই প্রকল্পের ব্যাপারে পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠি বলেছেন, “হাওড়া সিটি পুলিশের বিভিন্ন থানা মাদকাসক্তদের ধরে এই পুনর্বাসন কেন্দ্রে পাঠাবে। তার পর সেখানে তাঁদের জীবনের মূল স্রোতে ফিরতে নেশা ছাড়ানোর পাশাপাশি নানা কাজের প্রশিক্ষনও দেওয়া হবে। প্রয়োজনে পুলিশে চাকরিও দেওয়া হতে পারে।” উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিটি থানার আধিকারিকরাও উপস্থিত ছিলেন।