হাওড়া: ছট পুজোয় ভোরে ভয়ঙ্কর দুর্ঘটনা। ভস্মীভূত পরপর ৮টি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার শালিমারের ৫ নম্বর গেট সংলগ্ন এলাকায়। দমকলের একটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালিমার এলাকায় একটি খাবারের দোকানে প্রথম আগুন লাগে। ঘিঞ্জি এলাকায় পরপর দোকান ছিল। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। ভোর রাতে ঘটনাটি ঘটেছে। সেসময় এলাকায় কেউ ছিলেন না। আশপাশের বাড়ির লোকজন হঠাৎ প্রচণ্ড ধোঁয়া দেখে বেরিয়ে এসে দেখেন পরপর দোকান জ্বলছে।
প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই এলাকা থেকে বালতি, ঘটি নিয়ে জল দিতে থাকেন। কিন্তু আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন গিয়ে ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আটটি দোকান প্রায় ভস্মীভূত। দোকানিদের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কী থেকে আগুন লাগল, তা নিয়ে ধন্দে রয়েছেন দোকানিরাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রে মারফত জানা গিয়েছে, খাবারের দোকান, মোবাইলের দোকান-সহ আরও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে বি গার্ডেন থানার পুলিশ। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দমকল আধিকারিকরা জানাচ্ছেন, একটি দোকানে বেশ কিছু প্লাস্টিক মজুত ছিল। কিন্তু সেটা কেন ছিল, তা নিয়ে দোকান মালিককে প্রশ্ন করবেন দমকল ও পুলিশ আধিকারিকরা।
এক ব্যবসায়ী বলেন, “ওতটা ভোরে কেউ তো আর প্রথমে বিষয়টা দেখেনি। যতক্ষণে আমাদের কাছে ফোন যায়, এসে দেখি, দোকান দাউ দাউ করে জ্বলছে। অনেক টাকার ক্ষতি হয়ে গেল। কীভাবে আগুন লাগল, বুঝতে পারছি না। দমকল বিষয়টা খতিয়ে দেখবে বলেছে।”