Howrah: পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন হাসপাতালে, পরের দিন হাসপাতালের গেটের বাইরে উদ্ধার দেহ
Howrah: পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আটটার সময় এই বৃদ্ধা পেটের যন্ত্রণা কাতরা ছিলেন। তাঁকে প্রথমে সাঁকরাইল ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরেরদিন দেখেন ওই বৃদ্ধা মহিলা হাসপাতালের বাইরে একটি দোকানের পাশে দেহ পড়ে রয়েছে।

হাওড়া: পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সকালে হাসপাতালের গেটের বাইরে থেকে উদ্ধার হল সেই রোগীরই দেহ। বুধবার সকালে সাঁকরাইল গ্রামীণ হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত আনুমানিক আটটার সময় এই বৃদ্ধা পেটের যন্ত্রণা কাতরা ছিলেন। তাঁকে প্রথমে সাঁকরাইল ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরেরদিন দেখেন ওই বৃদ্ধা মহিলা হাসপাতালের বাইরে একটি দোকানের পাশে দেহ পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন হাসপাতালের গাফিলতির। হাসপাতালে নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও একজন রোগী কীভাবে বাইরে চলে এলেন এবং তাঁর মৃতদেহ পাওয়া গেল রাস্তার ধারে। এই বিষয়ে প্রথমে অস্বীকার করেন হাসপাতালের চিকিৎসকরা।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখছে জেলা স্বাস্থ্য দফতর। দেহটি ময়নাতদন্তে পাঠানো হচ্ছে। পুলিশ ও প্রশাসনকে হাসপাতালের পক্ষ থেকে গোটা বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগী কীভাবে হাসপাতালের গেটের বাইরে গেলেন, কীভাবে তাঁর মৃত্যু হল গোটা বিষয়টি তদন্ত করে দেখছে জেলা স্বাস্থ্য দফতর।

