হাওড়া: সাত সকালে যাত্রীদের দুর্ভোগ। দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া আমতা শাখার ট্রেন চলাচল ব্যাহত। ডাউন হাওড়া আমতা ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙ্গে বিপত্তি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও ঘটনাস্থলে রেলের আধিকারিকরা এসে পৌঁছননি। প্রায় দু’ঘণ্টা হয়ে গেলেও ট্রেন চলাচল ব্যাহত।
জানা যাচ্ছে, সোমবার সকালের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। বড়গাছিয়া স্টেশনে ঢোকার মুখেই ৫.৪৫ মিনিটের ডাউন আমতা হাওড়া ট্রেনের প্যানটোগ্রাফ আচমকাই ভেঙে পড়ে। দাঁড়িয়ে যায় ট্রেন। একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে পড়তে থাকে। পরের স্টেশনগুলোতে ঘোষণা হতে থাকে।
সোমবার, কর্মদিবসের প্রথম দিন। অফিস আওয়ার্সে আচমকাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। অনেকেই ট্রেন থেকে নেমে আপাতত বাসে বা অন্য কোনও ভাবে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা শুরু করেছেন ইতিমধ্যেই। অনেকে আবার ট্রেনেই রয়েছেন। অপেক্ষা করছেন, কখন ট্রেন চলাচল স্বাভাবিক ভাবে। রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে এখনও পর্যন্ত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছননি।
আড়াই ঘণ্টা ধরে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। এখনও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায়, ক্ষোভে ফেটে পড়ছেন যাত্রীরা। নিতাই দাস নামে বিশেষ ক্ষমতা সম্পন্ন এক নিত্য যাত্রী বললেন, “প্রতিনিয়ত ট্রেনে এই ধরনের ঘটনা ঘটে। কোনও রক্ষণাবেক্ষণ নেই। আমাদের আমতা লাইনে নিত্য সমস্যা। এই তার ছিঁড়ছে, এই প্যান্টোগ্রাফ ভাঙছে। এক ঘণ্টার রাস্তা ট্রেন তিন ঘণ্টা লাগিয়ে দেয়। আমি বাসে চলাফেরা করতে পারি না। তাই ট্রেনই সহায়। “