Howrah Chaos: বন্ধুদের সঙ্গে হইহই করে নেমেছিল, বালির ঝিলপাড়ে তলিয়ে গেল নাবালক

Howrah: জানা গিয়েছে, শনিবার বালি সমবায় পল্লীর ছোট ঝিলে দুপুর সাড়ে তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গে স্নানে নেমেছিল বছর চোদ্দর মণীশ আগারওয়াল। সব ঠিকঠাক চলছিল। হঠাৎই মণীশকে জলে তলিয়ে যেতে দেখে সকলে।

Howrah Chaos: বন্ধুদের সঙ্গে হইহই করে নেমেছিল, বালির ঝিলপাড়ে তলিয়ে গেল নাবালক
ঝিল পাড়ে ডুবে মৃত্যুImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2024 | 6:05 PM

হাওড়া: প্রচণ্ড গরম। সেই কারণে সব বন্ধুরা মিলে প্ল্যান করে নেমেছিল ঝিলে। প্রথমে খেলাধুলো করছিল সকলে। আর তারপরই ঝিলে নেমেছিল স্নানে। জল ছেটানো থেকে শুরু করে সাঁতার। হইহুল্লোড় করে চলছিল স্নান। কিন্তু হঠাৎই কাটল তাল। খেলাধুলা করার পর ঝিলে স্নানে নেমে তলিয়ে গেল নবম শ্রেণির এক পড়ুয়া। হাওড়ার বালি দুর্গাপুরের ঘটনা।

জানা গিয়েছে, শনিবার বালি সমবায় পল্লীর ছোট ঝিলে দুপুর সাড়ে তিনটে নাগাদ বন্ধুদের সঙ্গে স্নানে নেমেছিল বছর চোদ্দর মণীশ আগারওয়াল। সব ঠিকঠাক চলছিল। হঠাৎই মণীশকে জলে তলিয়ে যেতে দেখে সকলে। তার সঙ্গে থাকারা বন্ধুরা চিৎকার করা শুরু করে। স্থানীয় মানুষজন জড়ো হয় এলাকায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিশ্চিন্দা থানার পুলিশ। তারা এসে খোঁজাখুঁজি শুরু করেছে। খবর পৌঁছছে নাবালকের বাড়িতে। ইতিমধ্যে তার খোঁজে ঝিলে জাল ফেলে শুরু হয়েছে তল্লাশি।