Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘এখনও বিশ্বাসই করতে পারছি না’, ভাল খবরেও কেন এত বিচলিত অন্বেষা?

Annwesha Hazra: তাঁর প্রথম পরিচালিত ছবি 'এটা আমাদের গল্প' ভাল মতো গ্রহণ করেছেন দর্শক। পরিচালক হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন অভিনেত্রী মানসী সিনহা। এবার তাঁর দ্বিতীয় ছবি তৈরির পালা। প্রথম ছবির মতো এই ছবিতেও অপরাজিতা আঢ্য কাজ করছেন। সেই সঙ্গে কাজ করবেন অন্বেষা হাজরা এবং অর্জুন চক্রবর্তী। এই প্রথম বড় পর্দায় দুটিতে অভিনয় করছেন অন্বেষা-অর্জুন। তাঁর বড় পর্দার যাত্রা সম্পর্কে কী বলেছেন অন্বেষা জানেন?

'এখনও বিশ্বাসই করতে পারছি না', ভাল খবরেও কেন এত বিচলিত অন্বেষা?
অন্বেষা হাজরা।
Follow Us:
| Updated on: Jun 21, 2024 | 2:06 PM

এর আগেও বড় পর্যায় অভিনয় করেছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। তাই বিষয়টা নতুন না তাঁর কাছে। সেই কাজগুলো উল্লেখযোগ্য নয় বলে, বড় পর্দার বড় ব্রেক হিসেবে ধরে না নেওয়াই ভাল। এবার একটি বড় ব্রেক পেয়েছেন অন্বেষা। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর সিরিয়াল ‘সন্ধ্যাতারা’। নতুন কাজের অপেক্ষায় ছিলেন অন্বেষা। ‘এ পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন অন্বেষা এবং মানসী সিনহা। সেই থেকে তাঁদের চেনাজানা। মানসী সম্প্রতি ছবি তৈরির কাজে মন বসিয়েছেন। তাঁর প্রথম পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’ ভাল মতো গ্রহণ করেছেন দর্শক। পরিচালক হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে পেরেছেন মানসী। এবার দ্বিতীয় ছবি তৈরির পালা। প্রথম ছবির মতো এই ছবিতেও অপরাজিতা আঢ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। সেই সঙ্গে কাজ করছেন অন্বেষা হাজরা এবং অর্জুন চক্রবর্তী। এই প্রথম বড় পর্দায় দুটিতে অভিনয় করছেন অন্বেষা-অর্জুন। তাঁর বড় পর্দার যাত্রা সম্পর্কে কী বলেছেন অন্বেষা জানেন?

অন্বেষা তিনি অত্যন্ত আনন্দিত। মানসী সিনহার মতো একজন অভিনেত্রীর সঙ্গে ফের কাজ করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন। বলেছেন, “‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিককেও মানসীদির সঙ্গে কাজ করেছিলাম আমি। এই সময়টা ছিল আমার ফ্যান গার্ল মোমেন্ট। আমি তাঁর বিরাট ভক্ত। তাঁর মতো একজন মানুষ আমাকে পরিচালনা করবেন, এটা আমার গায়ে কাঁটা দিচ্ছে। জুলাই মাসের ২-৩ তারিখ থেকে শুরু হবে আমাদের শুটিং। আগে একটা প্রেস কনফারেন্স আছে। সাংবাদিক সম্মেলনে মানসীদিই সবকিছু বলবেন। তার আগে একটা সাসপেন্স রেখে দিতে চাইছেন। তাঁর অনুমতি ছাড়া আমি আমার চরিত্র সম্পর্কে এখনওই কিছু বলতে পারব না। এইটুকু বলতে পারি মানসীদি, অপরাজিতাদি এবং অর্জুনদার সঙ্গে কাজ করা আমার কাছে একটা বিরাট বিষয়। অনেকভাবে সমৃদ্ধ হব। এখনও বিশ্বাসই করতে পারছি না, ছবিটায় আমি আছি।”