Howrah School Student: ২ মিনিট দেরি হওয়ায় হলে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ নিয়েই স্কুলে হাজির দশম শ্রেণির ছাত্র… পরের ঘটনায় হতবাক শিক্ষকরাই

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 05, 2022 | 1:11 PM

Howrah School Student: বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু ছিল। স্কুলের তরফে জানা যাচ্ছে, ছাত্রের পরীক্ষা হলে ঢুকতে ২ মিনিট দেরি হয়। সে কারণ গার্ড তাকে হলে ঢুকতে দেননি বলে অভিযোগ।

Howrah School Student: ২ মিনিট দেরি হওয়ায় হলে ঢুকতে দেওয়া হয়নি, পুলিশ নিয়েই স্কুলে হাজির দশম শ্রেণির ছাত্র... পরের ঘটনায় হতবাক শিক্ষকরাই
হাওড়ার ডোমজুড় স্কুলে বিক্ষোভ

Follow Us

হাওড়া: সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষা ছিল বৃহস্পতিবার। কিন্তু এক পরীক্ষার্থীর হলে ঢুকতে ২ মিনিট দেরি হয়েছিল। আর তাতেই পরীক্ষায় বসতে না দেওয়ার অভিযোগ উঠল এক স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে তুলকালাম ধুলাগড়ের একটি বেসরকারি স্কুলে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। বিক্ষোভ সামিল হয় পড়ুয়াও। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশের সামনেই হাতজোড় করে অনুরোধ করতে থাকেন অভিভাবকরা। শেষমেশ পুলিশি ওই ছাত্রকে নিয়ে স্কুলে যায়, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন পুলিশ কর্তারা। এরপর ওই ছাত্রকে পরীক্ষা দিতে দেওয়া হয়। কিন্তু  ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেকটাই। ক্ষিপ্ত অভিভাবকরা স্কুলের বাইরে দীর্ঘক্ষণ জমায়েত করেন। স্কুলের তরফে অবশ্য এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দশম শ্রেণির পরীক্ষা শুরু হয়। স্কুলের তরফে জানা যাচ্ছে, ছাত্রের পরীক্ষা হলে ঢুকতে ২ মিনিট দেরি হয়। সে কারণে গার্ড তাকে হলে ঢুকতে দেননি বলে অভিযোগ। ছাত্র কাঁদতে কাঁদতে স্কুলের বাইরে বেরিয়ে এলে অভিভাবকরা গোটা বিষয়টি জানতে পারেন।

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিভাবকরা। প্রথমে তাঁরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চান। কিন্তু স্কুল এ বিষয়ে কোনও কথা শুনতেই রাজি হয়নি। পরে স্কুলের সামনে ধূলাগড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ।

এরপর পুলিশ ওই ছাত্রকে নিয়ে ফের স্কুলে যায়। তারপর পরীক্ষায় বসতে দেন স্কুল কর্তৃপক্ষ। কিন্তু তাতেও ক্ষোভ প্রশমিত হয়নি অভিভাবকদের। কারণ তাঁদের বক্তব্য, ‘২ মিনিটের জন্য কীভাবে এক ছাত্রের ভবিষ্যৎ নষ্ট করতে পারে স্কুল? এই যে পরীক্ষা দিতে এত দেরি হল, এত সব হয়ে গেল, ছেলেটার কি মানসিক অবস্থা ঠিক থাকবে?’ যদিও এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article