TMC: ‘ওখান থেকে পালিয়ে আসতে চাইছি’, বিস্ফোরক মন্তব্য হাওড়ার সাংসদ প্রসূনের

TMC: এদিন উলুবেড়িয়ার দুই নম্বর ব্লকের করাতবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হাওড়ার সাংসদ। এই এলাকা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানকার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ।

TMC: 'ওখান থেকে পালিয়ে আসতে চাইছি', বিস্ফোরক মন্তব্য হাওড়ার সাংসদ প্রসূনের
প্রসূন বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 9:34 PM

উলুবেড়িয়া: তিনি হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ। কিন্তু, সেখানে কি আর সাংসদ থাকতে চাইছেন না প্রসূন বন্দ্যোপাধ্যায়? হাওড়ার সাংসদের কথাতেই এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। মঙ্গলবার উলুবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধনে এসে তিনি বলেন, হাওড়া থেকে পালিয়ে আসতে চাইছেন তিনি। তার কারণও জানালেন।

এদিন উলুবেড়িয়ার দুই নম্বর ব্লকের করাতবেড়িয়ায় সবলা মেলার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন হাওড়ার সাংসদ। এই এলাকা উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এখানকার তৃণমূল সাংসদ সাজদা আহমেদ। এখানেই বক্তব্য রাখতে গিয়ে এই লোকসভা কেন্দ্রে আসা নিয়ে নিজের ইচ্ছের কথা জানালেন প্রসূন। আর তা বলতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন।

হাওড়ার সাংসদ বলেন, “তোমরা আমাকে গ্রামীণ এলাকায় নিয়ে নাও। ওইদিকটা আমার ভালো লাগে না। আমি বলেছিলাম। কিন্তু, এখানে আমাকে দিলই না। এখানে আমাকে জায়গা করে দিলে আমি গোল্ড কাপ পাব। এখানে অনেক ভাল নেতা নেত্রী আছেন। এত ভাল মানুষ আছেন। আমি ওখান থেকে পালিয়ে আসতে চাইছি। দয়া করে আমাকে এদিকে নিয়ে আসুন। এখানে বসব। মানুষের জন্য কাজ করব। ওদিকটা বড় বড় লোকের বসবাস। বড় বড় লোকের চিন্তা ভাবনা। এই জায়গা হাওড়ার সবথেকে ভাল জায়গা।”

এই খবরটিও পড়ুন

উলুবেড়িয়ায় সবলা মেলা

২০১৩ সাল থেকে হাওড়া লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ওই কেন্দ্রে তৃণমূল ফের তাঁকে প্রার্থী করায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন। তাতে অবশ্য বিশেষ গুরুত্ব দেননি তৃণমূল সুপ্রিমো। উল্টে ভাই বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্নের কথা বলেন তিনি। আর সেই হাওড়া কেন্দ্রের সাংসদ বলছেন, হাওড়া থেকে পালিয়ে আসতে চান তিনি। হঠাৎ কেন এই মন্তব্য করলেন, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।