উলুবেড়িয়া: বুধবার সকাল থেকেই বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযানে যায় আয়কর দফতর। তাঁর সাগরদিঘির বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৭১ লক্ষ টাকা। রাত্রি একটা নাগাদ তদন্তকারী আধিকারিকরা বেরিয়ে গেলেও উলুবেড়িয়ার বাগনানে বিধায়কের কাগজ কারখানায় এখনও জারি তল্লাশি।
প্রায় ১৯ ঘণ্টা পেরতে চলল। বাগনানের কাগজ কারখানায় এখনো চলছে আয়কর আধিকারিকদের তল্লাশি অভিযান। গতকাল দুপুর একটা নাগাদ আয়কর বিভাগের একটি বড় দল হানা দিয়েছিল কারখানায়। তবে সেখানে কর্মরত শ্রমিকরা জানাচ্ছেন, এই তল্লাশির সময় আরও বাড়তে পারে। কারণ, সময় যত এগোচ্ছে কারাখানায় ততই বাড়ছে সিআরপিএফ জওয়ানদের সংখ্যা। তবে জানতে পারা গিয়েছে কারখানায় রোজের মতোই কাজ চলছে।
প্রসঙ্গত, বুধবার বায়রনের সাগরদিঘি ও ধূলিয়ান এই দুই বাড়িতেই চলে তল্লাশি। পাশাপাশি বিড়ি কারখানা, চা কোম্পানি, হাসপাতালেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এরপর রাত্রিবেলা তৃণমূল এই নেতার বাড়ি থেকে উদ্ধার হয় ৭১ লক্ষ টাকা। এর পাশাপাশি কিছু পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। এ দিকে, এজেন্সির তল্লাশির মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রাত ৯ টা নাগাদ তাঁর বাড়ি থেকে একটি কালো গাড়ি বেরতে দেখা যায়। তাতেই ওঠেন বায়রন।
উল্লেখ্য, বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। তবে ২০ দিনের মাথায় হঠাৎ দলবদল করেন তিনি। তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন বায়রন।