হাওড়া: ভয়াবহ আগুনে মঙ্গলবার পুড়ে ছাই হয়ে গিয়েছে হাওড়ার ইছাপুর পাড়া বস্তি। সর্বস্ব খুইয়ে দিশেহারা এখন বস্তিবাসীরা। প্রবল ঠান্ডায় আপাতত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন অনেকেই। স্থানীয় একটি কলেজে ভর্তি বাসিদের থাকার ব্যবস্থা হলেও অনেকেই নিজের শেষ সম্বল টুকু ধ্বংসস্তূপের মধ্যে থেকে খুঁজে বার করতে মরিয়া।
চোখ জল নিয়ে এক বাসিন্দা অপর্ণা মণ্ডল বললেন, “আমার ঘরে পাখি ছিল। পুড়ে গেল। টাকা পয়সা যা ছিল সব পুড়ে শেষ হয়ে গিয়েছে।” আরও এক মহিলা বললেন, “আমরা গরিব মানুষ। লোকের বাড়ি কাজ করে খাই। টাকা পয়সাই নেই তো বাড়ি বানাব কী দিয়ে?” যদিও, দমকল মন্ত্রী সুজিত বসু গতকালই তাদের পুনর্বাসনে ব্যবস্থা করবেন বলে বস্তিবাসীদের আশ্বস্ত করেছেন। কিন্তু কবে হবে সেই পুনর্বাসন। বস্তিবাসীর চোখে যেন সেই প্রশ্নই করছে ঘোরাফেরা করছে।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধেয় হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের কাছে ড্রেনেজ ক্যানেল রোডের ধারে একটি বস্তিতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা কার্যত শেষ করে ফেলে একের পর এক ঝুপড়ি বাড়ি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটে এই ঘটনা ঘটেছে। আগুন নেভাতে প্রথমে চারটি দমকলের ইঞ্জিন যায়। তবে দাপট এতটাই বেশি ছিল যে শেষে ১০টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।