শ্যামপুর: হাতে আর মাত্র কয়েকদিন তারপরেই বডদিন। আর তার কিছুদিন পরেই পৌষ পার্বনে মেতে উঠবে বাঙালি। ইতিমধ্যেই শীতের মিঠে রোদের চাদড় গায়ে জড়িয়ে নতুন উদ্যোমে উৎসবের প্রস্তুতি শুরু করেছে আপামর বাঙালি। চলছে পিকনিকের প্রস্তুতিও। এরইমধ্যে স্কুলে পরীক্ষার পর ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে পিঠেপুলি ও খাদ্য উৎসব হয়ে গেল হাওড়ার (Howrah) স্কুলে।
বুধবার শ্যামপুর ২ ব্লকে জোয়ারকোল প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। খুদে পড়ুয়াদের দেখা গেল ব্যবসায়ীর মেজাজে। কেউ ঘর থেকে তৈরি করে এনেছে দুধপুলি, কেউ পাটিসাপটা, কেউ গুড় পিঠে, কেউ আবার আবার সরুচাকলির পিঠে। কার্যত স্কুলের মাঠেই বসল ‘মেলা’। চলল সাংস্কৃতিক অনুষ্ঠান। পড়ুয়ারা নিজেরাই বিক্রি করলেন সেই সব পিঠে। ভিড় করলেন স্থানীয় বাসিন্দারা। অনেকেই পড়ুয়াদের কাছ থেকে কিনলেন সেই সব সুস্বাদু পিঠে। কিনলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।
কেন এই উদ্যোগ? এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সিতাংশু দলুই বলেন, “গ্রামের বেশিরভাগ বাসিন্দারই চাষি। চাষবাস করেই তাঁদের দিন কাটে। এখন ঘরে ঘরে নতুন ধান উঠেছে। কিছুদিন পরই পৌষ পার্বণ। সকলের ঘরে নতুন ধানের পায়েস ও পিঠে তৈরি হবে। স্কুলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। ছেলেমেয়েরা সকলে বই থেকে মুখ সরিয়ে নিয়েছে। তাঁই তাঁদের ফের স্কুলমুখী করতে আমাদের এই উদ্যোগ। পাশাপাশি গণিত সম্পর্কে বোঝাপড়া বাড়াতে, বিকিকিনি সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ। এর দ্বারা ছোট ছোট পড়ুয়ারা সহজেই টাকা-পয়সার হিসাব বুঝতে পারবে। এখন থেকেই ব্যবসা সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা পাবে।” স্কুলের এই অভিনব উদ্যোগে খুশি পড়ুয়ারাও।