হাওড়া: জব কার্ড আটকে রাখার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। TV 9 বাংলা খবর সংগ্রহ করতে যেতেই রাতের অন্ধকারে জব কার্ড ফিরে পেলেন গ্রামের মহিলারা। ধন্যবাদ জ্ঞাপন TV9 বাংলাকে। হাওড়ার জগৎবল্লভপুর বড়গাছিয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগের তির ফরিদুল মিদ্দে ওরফে মিন্টু নামে শাসকদলের স্থানীয় নেতার দিকে। অভিযোগ, ওই নেতা তাঁদের ১০০ দিনের কাজের জব কার্ড আটকে রেখেছেন নিজের কাছে।
তাঁদের আরও অভিযোগ, ১০০ দিনের টাকা তাঁদের অ্যাকাউন্টে ঢুকলে, তার থেকে কিছু টাকা পঞ্চায়েত সদস্যদের দিতে হবে বলেও দাবি করেন ওই তৃণমূল নেতা। TV9 বাংলায় এই খবর সম্প্রচারিত হয়। এই বিষয়ে মিন্টু নামের ওই নেতাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমার কাছে ওঁরা দু’বছর ধরে জব কার্ড রেখে গিয়েছেন।” টাকার চাওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন। এদিকে, খবর হতেই ওই তৃণমূল নেতাকে গ্রামের মহিলাদের ডেকে জব কার্ড ফিরিয়ে দেন বলে দাবি গ্রামবাসীদের।
এই ঘটনার কথা পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করলে তিনি সাফ জানান, তিনি এই বিষয়ে কিছুই জানি না। তিনি আশ্বাস দেন যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে তিনি বিষয়টি দেখবেন। তিনি আরও বলেন, “এর পিছনে অন্য কোন চক্রান্ত থাকতে পারে।” অন্যদিকে TV9 বাংলার খবর সংগ্রহে নিজেদের জব কার্ড হাতে পেয়ে খুশি একশো দিনের কাজের ওই গ্রামবাসী মহিলারা।