Hanuman Jute Mill Howrah: বাড়ি ফেরার কথা ছিল শ্রমিকদের, হনুমান জুটমিলে আচমকা ভেঙে পড়ল ছাদ

Subrata Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 10, 2023 | 1:46 PM

Hanuman Jute Mill Howrah: প্রায় ২০০০ বর্গফুট জুড়ে থাকা ওই কারখানার রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা ও মিলের কর্মীদের। সম্প্রতি যে নতুন নির্মাণ শুরু হয়েছে, তার জেরেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে প্রাথমিকভাবে।

Hanuman Jute Mill Howrah: বাড়ি ফেরার কথা ছিল শ্রমিকদের, হনুমান জুটমিলে আচমকা ভেঙে পড়ল ছাদ
ভেঙে পড়ল জুট মিল
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: দীপাবলির আগে পরপর দুটি দুর্ঘটনা হাওড়ায়। একদিকে, ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল ফোরশোর রোডের সাতটি গুদাম, অন্যদিকে, শুক্রবার সকালেই ভেঙে পড়ল ৪০০ বছরের পুরনো মহাদেব জুটমিলের ছাদ। কাজ শেষে সকালে বাড়ি ফেরার কথা ছিল শ্রমিকদের। শিফট বদল হওয়ার কথা ছিল তাঁদের। সেই সময়েই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ। বিস্তীর্ণ অংশ জুড়ে ছাদ ভেঙে পড়েছে। তলায় শ্রমিকদের আটকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাওড়ার ঘুসুড়িতে রয়েছে এই হনুমান জুট মিল। প্রায় ২০০০ বর্গফুট জুড়ে থাকা এই কারখানায় কাজ করতেন অনেক শ্রমিক। এদিন সকাল ৬টা ৫ মিনিটে শিফট বদল হচ্ছিল। অর্থাৎ একদল শ্রমিক কারখানায় ঢুকছিলেন, আর একদল শ্রমিকের বেরনোর কথা ছিল। প্রশাসনের তৎপরতায় ভাঙা অংশ সরানোর কাজ চলছে। মনে করা হচ্ছে, ভাঙা অংশের নীচে তিন চারজন শ্রমিক আটকে থাকতে পারেন। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। জেসিবি মেশিন নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

নিখিল নামে এক ২৩ বছরের শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এদিন সকালে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ইতিমধ্যেই তাঁর পরিবারের সদস্যরা উদ্বেগ নিয়ে হাজির হয়েছেন ঘটনাস্থলে। ওই শ্রমিক ভাঙা অংশের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করছেন দমকলের আধিকারিকরা। এত বড় অংশ ভেঙে পড়েছে যে সেই স্তূপ সরাতে অনেক সময় লেগে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই জুটমিলের বিল্ডিং অনেক পুরনো, রক্ষণাবেক্ষণও হয় না সেভাবে। তার ওপর পুরনো অংশের ওপরেই নতুন নির্মাণ করা হচ্ছে। সেই ভার নিতে না পেরেই এভাবে ভেঙে পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article