হাওড়া: মদন মিত্র নামটাই যথেষ্ট। একটা সময় মদন মিত্র মানে শুধু রাজনীতিকই ছিল। তবে এখন তিনি আর শুধু কামারহাটির বিধায়কই নন, একইসঙ্গে অভিনেতা, গায়ক, সোশ্যাল মিডিয়া সেনসেশন– আরও অনেক কিছু। এতটাই ‘কালারফুল’ মদন যে, এবার তিনি পুজোর থিমও। হাওড়ার লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অব ইয়ুথের এবারের পুজোর থিম মদন মিত্রই। সোমবার দ্বিতীয়ায় এই পুজোর উদ্বোধন হল। আর তার উদ্বোধন করলেন মদন মিত্র নিজেই।
সেই উদ্বোধনপর্বেও চমক। ঘোড়ার গাড়িতে চড়ে একেবারে রাজবেশে সকলকে তাক লাগিয়ে দিয়ে হাজির হন মদন মিত্র। মাথায় পাগড়ি, পরণে লাল পাঞ্জাবি, চোখে রঙিন গ্লাস তো আছেই। মদনকে দেখতে রাস্তার দু’পাশে উপচে পড়া ভিড়। এখানে প্রতিমার সামনে বসে যে ফুল অর্পণ করছে, সেই পূজারির মডেল তৈরি করা হয়েছে মদনের মতো করেই। নিজের প্রতিকৃতি দেখে বেশ খুশি মদন মিত্র। কিছুটা চমকেও গিয়েছেন।
নিজেকে দেখে মদন বললেন, “যিনি শিল্পী তিনি খুবই ভাল বানিয়েছেন। তবে ভাবছি আমার বোধহয় এবার ডবল চিন হয়ে গিয়েছে। এবার কমাবার সময় এসেছে। আর কপালটা একটু উঁচু হয়েছে। সত্যি আমার এতটা উঁচু কপাল থাকলে এতদিনে লিলুয়ার মহারাজা হয়ে যেতাম।”
লিলুয়া সোশ্যাল ইনস্টিটিউশন অব ইয়ুথের এই পুজো এবার ৩৩ বছরে পা দিয়েছে। এখানে মদন মিত্র এক জমিদার। যিনি বাড়িতে দুর্গাপুজোর আয়োজন করেছেন। খুটিপুজোতেও চমকে দিয়েছিলেন পুজো উদ্যোক্তারা। রাজকীয় সিংহাসনে বসে মদন থিমের ব্যাখ্যা দিয়েছিলেন। এ পুজো দেখে দর্শনার্থীরা ‘ওহ লাভলি’ বলা শুরুও করে দিয়েছেন।