হাওড়া: পানীয় জলের দাবিতে তুমুল বিক্ষোভ। দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও মেটেনি জলের সমস্যা। আর তারপরই জলের দাবি পঞ্চায়েত অফিসে ঢুকে তালা লাগিয়ে দিলেন গ্রামবাসীরা। এ দিন, দুপুরে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের বাঁকড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে।
জানা গিয়েছে, আজ আচমকাই খালি বালতি ও পোস্টার নিয়ে গ্রামবাসী ঢুকে পড়েন পঞ্চায়েত অফিসে। তারপর বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী ফারুক মল্লিককে জমার কলার ধরে টানাটানি, ধাক্কাধাক্কি করতে শুরু করেন। শুধু তাই নয়, মহিলারা চেয়ার ছুঁড়তে থাকেন পঞ্চায়েত অফিসের মধ্যে। খবর পরিস্থিতি সামাল দিতে এলাকায় পৌঁছন পুলিশ বাহিনী।
বস্তুত, দীর্ঘদিন ধরেই ওই এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছেন। প্রায় এক হাজার পরিবারের পানীয় জলের লাইন থাকলেও জলের চাপ কম থাকায় তাঁরা দীর্ঘদিন জল পাচ্ছেন না বলে অভিযোগ। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে পঞ্চায়েত অফিসে বারবার অভিযোগ করলেও কাজ এগোয়নি বলে খবর। এলাকার টিউবয়েল থেকেও ভালভাবে জল পাওয়া যাচ্ছে না। কবে পরিশ্রুত পানীয় জল মিলবে তার যদিও যথাযথ কোনও উত্তর দিতে পারেনি পঞ্চায়েত প্রধান।
ডোমজুর ব্লকের বিডিও গার্গী দাস সমস্যার কথা স্বীকার করেছেন। জানিয়েছেন পঞ্চায়েতের সাথে বৈঠক করে খুব দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।