Howrah: গলা থেকে গলগল করে রক্ত বেরচ্ছে, ছুরি ধরে বলছেন, ‘মোবাইলে তুলে দিন তো… ভাইরাল করব’, রাস্তার মাঝে ভয়ঙ্কর ছবি
Howrah: পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রানা। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে, বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন তিনি, সেই সূত্রেই থাকেন ডোমজুড়ে।

হাওড়া: ভরসন্ধ্যায় রাস্তার মাঝে ভয়াবহ ঘটনা। দৃশ্য দেখে চমকে উঠলেন পথচারীরা। রক্তে ভেসে যাচ্ছেন এক ব্যক্তি, আর সবাইকে ডেকে বলছেন সেই দৃশ্য় ক্য়ামেরাবন্দি করতে! হাওড়ার ডোমজুড়ের ঘটনা। বছর ৪২-এর ওই ব্যক্তি কেন এমন কাজ করলেন, তা স্পষ্ট নয়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপুরের বাসিন্দা ওই ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রানা। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। তবে, বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন তিনি, সেই সূত্রেই থাকেন ডোমজুড়ে। শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে বন্যাপাড়া দিয়ে যাচ্ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে এক দোকানদারকে ওই ব্যক্তি অনুরোধ করেন তাঁর ছবি তুলে দিতে। বারবার বলতে থাকেন কোনও এক মহিলা তাঁর সঙ্গে প্রতারণা করেছে। ওই ব্যক্তি বলতে থাকেন, “মেয়েটি ধোকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন না আমার মোবাইলে। ভাইরাল করব।” রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তি ভিডিয়ো তুলে দিতে বলায় অবাক হয়ে যান তাঁরা।
এরপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডোমজুড় থানার পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ। তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যক্তির বাড়িতেও খবর দেবার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা।





