Howrah: মাঝরাতে বাড়ি ফেরার সময় বাঁশ দিয়ে বেধড়ক মার, ব্যবসায়ীকে ছুরি দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Nov 30, 2022 | 10:23 PM

Howrah: দুষ্কৃতীদের আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন আসলাম। পরবর্তীকালে এলাকার মানুষের সাহায্যে তিনি বাড়িতে পৌঁছান।

Howrah: মাঝরাতে বাড়ি ফেরার সময় বাঁশ দিয়ে বেধড়ক মার, ব্যবসায়ীকে ছুরি দেখিয়ে প্রায় ২ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের

Follow Us

হাওড়া: অন্যান্য আর পাঁচটা দিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন হাওড়ার (Howrah) সাঁকরাইলের সর্দারপাড়ার বাসিন্দা ব্যবসায়ী আসলাম মোল্লা। বাড়ি ফেরার সময় তিনি পড়েন দুষ্কৃতীদের খপ্পরে। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। এরপর ধারলো অস্ত্র দেখিয়ে তাঁর কাছে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে সাঁকরাইলের সর্দারপাড়া এলাকায়। ইতিমধ্যেই, পুলিশের দ্বারস্থ হয়েছেন আসলাম। তদন্ত শুরু করেছে পুলিশ।সর্দারপাড়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেই জায়গা ঘুরেও দেখেছেন তদন্তকারীরা। 

দুষ্কৃতীদের আক্রমণের পর গুরুতর আহত অবস্থায় রাস্তাতেই পড়েছিলেন আসলাম। পরবর্তীকালে এলাকার মানুষের সাহায্যে তিনি বাড়িতে পৌঁছান। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও প্রাথমিক চিকিৎসার পর আসলামকে ছেড়ে দেওয়া হয়। তবে এ ধরনের ছিনতাইয়ের ঘটনায় চাপা উত্তেজনা রয়েছে ওই এলাকায়। রয়েছে আতঙ্কের বাতবরণ।  

ঘটনা প্রসঙ্গে বেকরিজাত পণ্যের হোলসেলার আসলাম মোল্লা বলেন, “কাল রাত ১২টার সময় দোকান বন্ধ করে আমি বাড়ি আসছিলাম। হঠাৎ বাড়ি ঢোকার ২-৩ মিনিট আছে দুটো ছেলে আমাকে মারধর শুরু করে। বাঁশ দিয়ে মারে। ছুরি দিয়েও হামলা করে। আমার কাঁধে ব্যাগ ছিল। তাতে ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। ব্যাগ সমেত টাকা নিয়ে পালিয়ে যায়।” ঘটনা প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা সাবির সর্দার বলেন, “আমি রাতে ওখানে ছিলাম। আমার ওখানে একটা কারখানা আছে। আমি যখন ফিরি তখন রাস্তায় দেখি একটা মোবাইল ফোন পড়ে রয়েছে। ওতে দেখি আসলামের ছবি। তখনই বাড়ির সামনে আসলামকে দেখি। ওর মুখে গোটা ঘটনার কথা শুনি। এরপরই চেঁচিয়ে আমি বাড়ির লোকেদের ডাকি। আসলামকে হাসপাতালে নিয়ে যাই।” 

Next Article