Howrah electrocution: সিলিং ফ্যান মেরামত করতে গিয়েই বিপত্তি, চোখের পলকেই শেষ জলজ্যান্ত প্রাণ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 16, 2022 | 7:52 PM

Howrah: মঙ্গলবার রাত্রি সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার ২৫৭ নম্বর নেতাজি সুভাষ রোডে।

Howrah electrocution: সিলিং ফ্যান মেরামত করতে গিয়েই বিপত্তি, চোখের পলকেই শেষ জলজ্যান্ত প্রাণ

Follow Us

হাওড়া: আবারও রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে। নির্মীয়মান বহুতলে কাজ করতে গিয়ে অকালেই প্রাণ গেল নিরাপত্তা কর্মীর।

মৃতের নাম বিরজু পাসোয়ান (৫৫)। মঙ্গলবার রাত্রি সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিবপুর থানা এলাকার ২৫৭ নম্বর নেতাজি সুভাষ রোডে। শিবপুর থানার পুলিশ হাওড়া জেলা হাসপাতালে দেহটি পাঠিয়ে ময়নাতদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে নির্মীয়মাণ পাঁচ তলার ওই আবাসনের একতলায় একটি ঘরে বিরজু পাখা লাগাচ্ছিলেন। নিরাপত্তারক্ষীর কাজের পাশাপাশি ইলেকট্রিকের কাজও তিনি জানেন বলে পাখাটি লাগাচ্ছিলেন ওই ব্যক্তি। তখনই ঘটে যায় অঘটন।কোনওভাবে বিদ্যুতের লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই প্রৌঢ়।

জানা গিয়েছে, ঘটনার সময় সেখানে অন্য নির্মাণ শ্রমিকরাও কাজ করছিলেন। তাঁদের চিৎকার চেঁচামেচিতে বহুতলের পাশে থাকা অজয় বাজোরিয়া নামে এক দোকানদার আসেন। তিনিই ওই বিরজুকে হাসপাতালে নিয়ে যান।এ দিন, হাওড়া জেলা হাসপাতালে দাঁড়িয়ে বিরজুর শ্যালক ভরত পাসোয়ান জানালেন, ঝাড়খন্ডের বাসিন্দা বিরজু বেশ কয়েকবছর ধরেই হাওড়ায় একটি সংস্থার অধীনে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। সম্প্রতি কয়েকমাস নির্মীয়মাণ ওই বহুতলে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন।’ খবর পেয়েই ভরত -সহ কয়েকজন আত্মীয় এদিন হাসপাতালে ছুটে আসেন।

জানা গিয়েছে, ঝাড়খন্ডে তাঁর পরিবারে স্ত্রী, ছেলে ও মেয়ে রয়েছেন। তাঁদের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি বিল্ডিং তৈরি হচ্ছিল। ওই ব্যক্তি এখানে নিরাপত্তারক্ষীর চাকরি করতেন। সকালবেলা হঠাৎ খবর পেলাম পাখা ঠিক করছিল। রাত্রিবেলা নাকি সেই ফ্যানটি খারাপ হয়ে যায়। তারপরই কারেন্ট লেগে এই অবস্থা। আমি এসে দেখি ওর মুখ দিয়ে ফ্যানা বের হচ্ছে। সঙ্গে-সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করি। এরপরই হাসপাতালে নিয়ে আসি। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খুব ভাল লোক ছিল।’

Next Article