CBI-ED: সিবিআই-ইডি দিয়ে ক্ষান্ত হবে না বাংলার মানুষ, এরপর রাস্তায় নামবে : ভারতী ঘোষ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 28, 2022 | 5:22 PM

CBI-ED: নিয়োগ কেলেঙ্কারি নিয়ে বলতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ভারতী ঘোষ। আক্রমণ শানান সৌগত রায়ের মন্তব্য নিয়েও।

CBI-ED: সিবিআই-ইডি দিয়ে ক্ষান্ত হবে না বাংলার মানুষ, এরপর রাস্তায় নামবে : ভারতী ঘোষ

Follow Us

হাওড়া: সিবিআই(CBI), ইডি(ED) দিয়ে মানুষ ক্ষান্ত হবেন না, বাংলার মানুষ এরপর রাস্তায় বের হবেন। হাওড়ায় একটি অনুষ্ঠানে গিয়ে একথা বললেন বিজেপি (BJP) নেত্রী তথা প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ(IPS Bharati Ghosh)। ভারতীয় জনতা কিষান মোর্চা হাওড়া জেলা সদরের পক্ষ থেকে দানেশ সেখ লেনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় রবিবার। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলতে দেখা যায় ভারতীকে। একইসঙ্গে রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে গিয়ে তাঁদের সঙ্গে দেখা করেন তিনি। অভিনন্দনও জানান। এদিন শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মহাদেব সরকার সহ  বিজেপির রাজ্য ও জেলা স্তরের অন্যান্য নেতা ও কর্মীরা।

একইসঙ্গে এদিন রাজ্যে নিয়োগ কেলেঙ্কারি নিয়ে বলতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান ভারতী। কার্যত আক্রমণাত্মক ভঙ্গিতে ভারতী বলেন, “তৃণমূল কংগ্রেস করতে পারলেই প্রাসাদোপম বাড়ি, অট্টালিকা, কোটি কোটি টাকা।  মানুষকে লুট করে সর্বস্বান্ত করে যে পার্টিটা আজ বাংলায় রাজত্ব করছে তার নাম তৃণমূল কংগ্রেস। বাংলার সাধারণ মানুষকে লুট করে তাঁদের টাকায় চলছে এরা। কেবল সিবিআই, ইডি দিয়েই মানুষ ক্ষান্ত হবেন না, বাংলার মানুষ এরপর রাস্তায় বের হবেন এবং একটা সময় এরা নিজেদের পাড়ায় ঢুকতে পারবেন না।”

এদিকে ইতিমধ্যেই বিজেপি সম্পর্কে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ডানলপ মোড়ে ছাত্র পরিষদের অনুষ্ঠানে বিজেপিকে জুতো মারার নিদান দিয়েছেন সাংসদ। তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ভারতী ঘোষ বলেন, “আমরা সমস্ত ভারতবর্ষে রাজনীতির সংস্করণ চাইছি এবং ভাষাসন্ত্রাস থেকে রাজনীতি যাতে মুক্ত হয়, সেই আবেদন জানাচ্ছি। কিন্তু সৌগত বাবুর বয়স ও ইতিহাস যা বলছে তাতে এই ভাষা সন্ত্রাস তাঁর মুখে মানায় না। ভাষা সন্ত্রাস মানুষও করতে পারেন। সবাই যদি ওই ভাষা ওনাকে ফেরত দেন, তাহলে উনি কি পাড়ায় থাকতে পারবেন?”

Next Article