Howrah Robbery: ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট! হাওড়ার ঘটনায় চমকে উঠবেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2022 | 8:17 PM

Howrah: গত আট ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দিলীপ বর্মা নামে এক লোহার দোকানের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতীরা।

Howrah Robbery: ডাকাতির টাকায় প্রেমিকাকে আইফোন, হবু শাশুড়িকে ফ্ল্যাট! হাওড়ার ঘটনায় চমকে উঠবেন আপনিও
ডানদিকে মহিমা সিং, বাঁদিকে ভিকি (নিজস্ব ছবি)

Follow Us

হাওড়া: মনে আছে হাওড়ার সেই ডাকাতির (Howrah Robbery) কথা? ভরা রাস্তায় বন্দুক উঁচিয়ে, পিঠে ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছিল কয়েকজন ডাকাত? সিসিটিভি ফুটেজে উঠে এসেছিল সেই ছবি। হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে ডাকাতির ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে আসে চাঞ্চল্যকর তথ্য।

কী জানাচ্ছে পুলিশ?
হাওড়ার কুখ্যাত অপরাধী ভিকি। তাঁর প্রেমিকা মহিমা সিং। পেশায় বার ড্যান্সার তিনি। জানা গিয়েছে, ওই মহিলাকে চমক দিতেই ডাকাতির দেড় লক্ষ টাকায় তাঁকে আই ফোন উপহার দিয়েছিল ভিকি। শুধু তাই নয়, আই ফোনের অত্যাধুনিক মডেল কিনে প্রেমিকার কাছে উত্তরপ্রদেশে পাঠিয়েছিল সে। তবে গল্প এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ভিকি শুধু মহিমা নয় তাঁর মা অর্থাৎ মহিমার মাকেও সাড়ে চার লক্ষ টাকা অন লাইনে পাঠিয়েছিলো ফ্ল্যাট কেনার জন্য। ব্যান্টরা থানার পুলিশের হাতে ভিকিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করার পর এমনই তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, মহিমা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতার পানশালায় গান ও নাচ করতে গিয়ে ভিকির সঙ্গে আলাপ।

গত আট ফেব্রুয়ারি হাওড়ার বেলিলিয়াস রোড শিল্পাঞ্চলে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। দিলীপ বর্মা নামে এক লোহার দোকানের মালিককে গান পয়েন্টে বেঁধে রেখে কোটি টাকা লুঠ করে পালায় দুস্কৃতীরা। প্রায় এক কোটি টাকা এদিন রাখা ছিল দোকানের মধ্যে। এরপর বেলা হতেই তিন যুবক সশস্ত্র অবস্থায় প্রবেশ করে তার দোকানে। ক্যামেরায় দেখা যায় ওই ডাকাতদের হাতে রয়েছে বন্দুক ও বোমা। রীতিমত আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মারার হুমকি দেয় তারা দিলীপবাবুকে। এরপর হাত-পা বেঁধে লুঠ করে নিয়ে যায় নগদ সেই এক কোটি টাকা। তবে যাঁরা এসেছিল তাঁরা কেউ পূর্ব পরিচিত নয় বলে দাবি ওই ব্যবসায়ীর। তদন্তে নেমে মূলত সিসিটিভি ফুটেজ দেখে দুস্কৃতীদের সনাক্ত করে তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে উঠে আসে কালো টাকা সাদা করার জন্য বরাত দেওয়া হয়েছিলো এজেন্টদের। এরাই দুস্কৃতীদের সুপারি দিয়ে ডাকাতির ছক কষে।

আরও পড়ুন: Suvendu Adhikari: ‘ভোটারদের প্রভাবিত করতেই বেআইনি ভাবে দুয়ারে সরকার করা হচ্ছে’

 

Next Article