হাওড়া: এর আগে একাধিকবার টাকা উদ্ধার হয়েছে হাওড়া (Howrah) স্টেশন থেকে। তবে এবার উদ্ধার হল সোনা। প্রায় ৩ কেজি সোনার গয়না-সহ হাওড়া স্টেশনে পাকড়াও করা হয় একজনকে। বাজেয়াপ্ত হওয়া মোট সোনার মূল্য ১ কোটি ৭৭ লক্ষ ৪৫ হাজার ৮২৫ টাকা। যাঁকে ধরা হয়েছে তিনি বিহারের বাসিন্দা। নাম অভিজিৎ কুমার। বিহারের মজফফরপুর এলাকার বাসিন্দা তিনি। কেন তিনি এই সোনা নিয়ে যাচ্ছিলেন, প্রশ্নের জবাবে জানিয়েছেন, তাঁর বাবা বিহারে সোনার ব্যবসায়ী। বাবার দোকানের জন্যই ওই সোনার গয়না নিয়ে যাচ্ছিলেন। কিন্তু এই দাবির সপক্ষে সঠিক কোনও কাগজ তিনি দেখাতে পারেননি। তাই তাঁকে আটক করা হয়। শনিবার রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ (RPF) অভিজিৎকে ধরে।
অভিজিতের কাছ থেকে মোট ২,৯৮৫ গ্রাম সোনার গয়না বাজেয়াপ্ত করে আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, হাওড়া স্টেশনে শনিবার নজরদারি চালাচ্ছিল ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের টিম। তখনই এক যুবককে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখে তারা। যুবকের গতিবিধি সন্দেহভাজন ছিল। এরপরই তদন্তকারীরা তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করে। দেখতে চায় ব্যাগ। ব্যাগের তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে সোনার গয়না পাওয়া যায়। আরপিএফ তাঁকে কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেয়।
এর আগে গত মার্চ মাসেও হাওড়া স্টেশন থেকে প্রচুর সোনা উদ্ধার হয়। সঙ্গে ছিল সোনার বাটও। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় আরপিএফ অফিসারদের। এরপরই তল্লাশি করে দেখেন তাঁর সঙ্গে কোটি টাকার সোনা রয়েছে। যথাযথ কাগজ দেখাতে পারেননি ওই ব্যক্তি। শুধু তাই নয়, এর আগে একাধিকবার প্রচুর নগদ টাকাও উদ্ধার করে রেল পুলিশ।