Cricket: ইডেনে ভারত- নিউজ়ল্যান্ড ম্যাচ উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাচ্ছে রেল, কখন পাবেন?

TV9 Bangla Digital | Edited By: সৈকত দাস

Nov 21, 2021 | 2:35 PM

EMU special train on the occasion of India-New Zealand match: ভিন জেলা বা দূর দূরান্ত থেকে আসা দর্শকদের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ (Railway)। দু' দুটি ক্রিকেট ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত।

Cricket: ইডেনে ভারত- নিউজ়ল্যান্ড ম্যাচ উপলক্ষে স্পেশাল লোকাল ট্রেন চালাচ্ছে রেল, কখন পাবেন?
ইডেনে ক্রিকেট ম্যাচ উপলক্ষে হাওড়া থেকে স্পেশাল ট্রেন। নিজস্ব চিত্র।

Follow Us

হাওড়া: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার সন্ধ্যা সাতটায় ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেন্সে ভারত-নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-২০ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। বিক্রি হয়ে গিয়েছে সব টিকিট। অন্যদিকে ভিন জেলা বা দূর দূরান্ত থেকে আসা দর্শকদের জন্য সুখবর দিল রেল কর্তৃপক্ষ (Railway)। দু’ দুটি ক্রিকেট ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে হাওড়া থেকে বর্ধমান পর্যন্ত, ঘোষণা করল রেল।

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। রবিবার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে কলকাতা ইডেন গার্ডেন মাঠে। সেই খেলা দেখতে দূর-দূরান্ত থেকে বহু সংখ্যায় ক্রিকেটপ্রেমীরা আসবেন। তাঁদের যাতে বাড়ি ফিরতে কোনও রকম অসুবিধা না হয়, সেই কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফ থেকে দুটি স্পেশাল ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইডেনে ক্রিকেট দেখতে আসা যাত্রীদের জন্য হাওড়া থেকে বর্ধমান দুটি ইএমইউ স্পেশাল ট্রেন চালানো হবে। সেই ট্রেন ছাড়বে রাত সাড়ে বারোটায়। একটি ভায়া ডানকুনি ও অন্যটি ভায়া ব্যান্ডেল হয়ে বর্ধমান যাবে।

প্রসঙ্গত, দু’ বছর আগে ভারত-বাংলাদেশ গোলাপি টেস্ট আয়োজিত হয়েছিল ইডেন গার্ডেন্সে। এরপর ২০২০-র মার্চে দক্ষিণ আফ্রিকা সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার জন্য তা সম্ভব হয়নি। বাতিল হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এতদিন পর আবার রবিবারের কলকাতায় আন্তর্জাতিক ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ কলকাতায়। তাই উন্মাদনা তুঙ্গে। এদিকে এর মধ্যে সামনে এসেছে টিকিটের কালোবাজারিও।

আগের দুটো ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে ভারত। এটা কার্যন নিয়মরক্ষার ম্যাচ। তবু ইডেনে ম্যাচ হলে উৎসাহের কোনও খামতি থাকে না। আর সর্বশক্তি দিয়ে জেতার জন্যই ঝাঁপাচ্ছে টিম-রোহিত। করোনা পরিস্থিতিতেে নিউ নর্মালে ইডেনে প্রথম ম্যাচ ঘিরে শহর জুড়ে উন্মাদনা। সব পথ গিয়ে মেশে ক্রিকেটের স্বর্গোদ্যানে। তবে কলকাতা পুলিশ, রাজ্য প্রশাসনও সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে। কোভিড বিধির জেরে রাতের যে নৈশ কড়াকড়ি, এদিন সেক্ষেত্রেও আনা হয়েছে শিথিলতা।

শনিবারই নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ থাকার কারণে রাতের বিধি নিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। প্রতিদিন রাত ১১ টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া রাস্তায় বেরোনোর ক্ষেত্রে যে বিধি নিষেধ রবিবার তা বলবৎ হবে রাত ১টা থেকে। অর্থাৎ, এদিন রাত ১ টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত নৈশবিধি বলবৎ থাকবে ইডেনে ম্যাচের জন্য। তার মধ্যে রেলের তরফেও দর্শকদের ‘উপহার’ স্পেশাল ট্রেন।

আরও পড়ুন: Eden Gardens: ৬০০ টাকার টিকিট আড়াই হাজার! ইডেন চত্বরে দেদার কালোবাজারি, গ্রেফতার ১২ 

 

Next Article