হাওড়া: প্রতিবাদই অন্যায় রোখার একমাত্র অস্ত্র। এবার সে অস্ত্রই হাতে তুলে নিল জগৎবল্লভপুরের মুন্সিরহাট সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালার পড়ুয়ারা। স্কুলের পাশে অবৈধ চোলাইয়ের ব্যবসা চলে বলে অভিযোগ। চোলাই মদের গন্ধে টিকতে পারে না ছাত্র ছাত্রীরা। শিক্ষকদেরও টেকা দায় হয়ে পড়ে স্কুলে। এবার সকলে মিলে নামলেন পথে। পথঅবরোধ করে চাইলেন বিচার।
অভিযোগ, জগৎবল্লভপুরের মুন্সিরহাট সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা (উচ্চমাধ্যমিক)-এর পাশে বেশ কয়েক জায়গায় দীর্ঘদিন ধরে চোলাই মদের ব্যবসা চলছে। স্কুলের তরফ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনকে জানানো হয় বলেও অভিযোগ। কিন্তু তারপরও চোলাই মদের কারবার থামানো যায়নি।
একটা স্কুলের পাশে যদি চোলাই মদ বিক্রি হয়, পরিবেশের কি অবস্থা হয়? প্রশ্ন অভিভাবকদেরও। শুধু মদের গন্ধই নয়, অভিযোগ, নোংরা ভাষায় দিনভর কথা বলে লোকজন। এরপরই এদিন বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ ও স্কুলের পড়ুয়ারা মুন্সিরহাট-সাঁকরাইল পথ অবরোধ করেন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের দাবি, অবিলম্বে স্কুলের সামনে অবৈধ চোলাই মদের ব্যবসা বন্ধ করতে হবে।
২০০৫ সাল থেকে স্কুলের প্রধান শিক্ষক হিসাবে রয়েছেন অঞ্জন আচার্য। তিনি বলেন, “১৯৬৬ সালে আমাদের স্কুলের জন্ম। আমরা দেখছি দিনের পর দিন এই বিদ্যালয়ের চারপাশে মদের ঠেক গজিয়ে উঠছে। দিনেরবেলায় চুল্লু বিক্রি হচ্ছে। পরিবেশটা পুরো শেষ করে দিচ্ছে। আমরা মৌখিকভাবে ওসিকে জানিয়েছিলাম। কাজ হয়নি। পড়ুয়াদের তো কোনও নিরাপত্তাই থাকছে না। শুধু দিনেরবেলায় নয়, রাতেও অনেকে প্রাইভেট টিউশনে যায়। তাঁদের নিরাপত্তা কোথায়?” পড়ুয়াদের দাবি, লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এই দাবি থেকে তারা সরবে না।