Bangla NewsWest bengalHowrah Several Trains has been cancelled and rescheduled from Howrah due to Satragachi Foot Over Bridge work
Trains Cancellation: সাঁতরাগাছিতে ফুটওভার ব্রিজের কাজ, হাওড়া লাইনে বাতিল একাধিক ট্রেন, সময়সূচিও বদল অনেক ট্রেনের
Howrah: রেলের তরফে জানানো হয়েছে আগামিকাল (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়নি।
সাঁতরাগাছি ফুট ওভার ব্রিজ
Follow Us
হাওড়া: ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা। সাঁতরাগাছি স্টেশনের ফুট ওভার ব্রিজের (Santragachi Foot Over Bridge) কাজের জন্য একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল (Trains Cancelled) করা হয়েছে। এর পাশাপাশি একগাদা দূরপাল্লার ট্রেনের সময়সূচিও বদলানো হয়েছে এবং বেশ কিছু ট্রেনের যাত্রাপথও সংক্ষেপিত করা হয়েছে দক্ষিণ পূর্ব রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে আগামিকাল (রবিবার) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ চলবে। সাঁতরাগাছির চতুর্থ ফুট-ওভার ব্রিজের কাজ চলবে ওই সময়ে। সেই কারণে শনিবার থেকেই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত লোকাল ট্রেনের জন্য কোনও বিজ্ঞপ্তি রেলের তরফে প্রকাশ করা হয়নি।
একনজরে দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন করা হয়েছে রেলের তরফে