হাওড়া: সাঁতরাগাছি স্টেশনে (Santragachi station) ফুট ওভারব্রিজের মেরামতির কাজের জের। দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনে রবিবার ব্যহত হচ্ছে ট্রেন চলাচল। বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন (train cancellation)। বদল হয়েছে অনেক ট্রেনের সময়সূচি। বেশ কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। তাতেই উদ্বেগ বেড়েছে যাত্রীদের মধ্যে। এদিন সকাল ৬টা থেকেই সাঁতরাগাছি স্টেশনে ফুটওভার ব্রিজের মেরামতির কাজ শুরু হয়ে গিয়েছে।
সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত কাজ চলার কথা। সে কারণেই বেশ কয়েকটি লাইনে চলছে পাওয়ার ব্লক। এই সময়ের মধ্যে সবথেকে বেশি সংখ্যক ট্রেন বাতিল হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। এদিকে রবিবার হওয়ার কারণে প্রতি শাখাতেই যাত্রীদের ভিড় থাকে অনেকটাই কম। তাই যাত্রীদের দুর্ভোগ খানিকটা হলেও কমানোর জন্য রবিবারকে ব্রিজ মেরামতির কাজের জন্য বেছে নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। যদিও তারপরেও যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
অন্যদিকে লোকাল ট্রেন বাতিল নিয়ে কোনও বিজ্ঞপ্তি জারি না হলেও সকাল থেকে লোকালের সংখ্যা বেশ খানিকটা কম রয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে
১৯০১১/১৮০১৩ হাওড়া – চক্রধরপুর/বোকারো স্টিল সিটি এক্সপ্রেস।
১২৮১৪ টাটানগর – হাওড়া স্টিল এক্সপ্রেস।
১২৮১৩ হাওড়া – টাটানগর স্টিল এক্সপ্রেস।
সময় পরিবর্তিত হল কোন কোন ট্রেনের
১২৮৬০ হাওড়া – মুম্বই (CSMT) গীতাঞ্জলি এক্সপ্রেস ১৪ তারিখে হাওড়া থেকে ৪:০৫ মিনিটে ছাড়বে। ট্রেনটির আগে ছাড়ার সময় ছিল দুপুর ২:০৫ মিনিট।
১২৮১০ হাওড়া – মুম্বাই (CSMT) মেল ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১২:২০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় সূচি ছিল এদিন রাত ৯:৫০ মিনিটে।
১২১৩০ হাওড়া-পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস ১৫ তারিখ হাওড়া থেকে রাত্রি ১:১০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল ১৪ তারিখ রাত ১০:১০ মিনিট।
১২২৪৫ হাওড়া – স্যার এম বিশ্বশ্বরায়া টার্মিনাল (বেঙ্গালুরু) দুরন্ত এক্সপ্রেস ১৪ তারিখ হাওড়া থেকে বেলা ১১:৫০ মিনিটে ছাড়বে। ট্রেনটির পূর্ব নির্ধারিত সময় ছিল বেলা ১০:৫০ মিনিট।
যে যে ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত হল
১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে বলে জানা যাচ্ছে।
১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে।
১৮০০৪ আদ্রা-হাওড়া শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে।
১৮০০৩ হাওড়া-আদ্রা শিরোমনি এক্সপ্রেস ১৪ তারিখ খড়্গপুর অবধি চলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।