Suvendu Adhikari: সিমলাপালের পর এবার উলুবেড়িয়া, আবারও শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 14, 2023 | 12:28 PM

Suvendu Adhikari: বুধবার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিসের পাশের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় পরবর্তী তারিখ ঘোষণা করা হয় ২৪ মে। তাতেও যদি পুলিশ অনুমতি না দেয়, তাহলে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

Suvendu Adhikari: সিমলাপালের পর এবার উলুবেড়িয়া, আবারও শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ
শুভেন্দু অধিকারী

Follow Us

উলুবেড়িয়া: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উলুবেড়িয়ার সভার অনুমতি মিলল না। বুধবার উলুবেড়িয়ার উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিসের পাশের মাঠে সভা করার কথা ছিল শুভেন্দুর। পুলিশ সেই সভার অনুমতি না দেওয়ায় পরবর্তী তারিখ ঘোষণা করা হয় ২৪ মে। তাতেও যদি পুলিশ অনুমতি না দেয়, তাহলে হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সোমবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপির উদ্যোগে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে রাজাপুর বিডিও অফিসের পাশের মাঠে সভা করার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর।

শনিবার বিকালে হাওড়া গ্রামীণ জেলা বিজেপির কার্যালয় উলুবেড়িয়া মনসাতলায় গ্রাম সাংগঠনিক দায়িত্বে থাকা হুগলি পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ সাংবাদিক সম্মেলন করে বলেন, “রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল সরকার শুভেন্দু অধিকারী-সহ বিজেপি নেতাদের সভা করতে নানা অজুহাত দেখিয়ে প্রথমে বাতিল করে, তারপর আমরা যখন উচ্চ আদালত থেকে অনুমতি নিয়ে আসি, তারপরে সভা করতে দেয় রাজ্যের পুলিশ। এক্ষেত্রেও তাই হয়েছে।”

তিনি আরও বলেন, “পাঁচ দিন আগে উলুবেড়িয়া দু’নম্বর বিডিও অফিসের পাশে রাজাপুরে সভা করার অনুমতি চেয়েছিলাম পুলিশের কাছে । পুলিশ নানান কারণ দেখিয়ে একের পর এক দরখাস্ত বাতিল করে। শনিবার বিকাল পর্যন্ত অনুমতি না মেলার জন্য আমরা দিনটি পরিবর্তন করি।” তিনি জানান, আগামী ২৪ মে সভা করার জন্য ফের তাঁরা পুলিশের কাছে অনুমতি চাইবেন। তাতে যদি অনুমতি না দেয় তাহলে বিজেপি উচ্চ আদালতে যাবে।

প্রসঙ্গত, ১৭ মে বাঁকুড়ার সিমলাপালে সভা করার কথা রয়েছে শুভেন্দুর। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি প্রথমে। তারপর কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। হাইকোর্ট সভা করার অনুমতি দেয়। যদিও সেদিনই বিচারপতি স্পষ্ট করে দেন,  “এই ধরনের মামলার প্রেক্ষিতে আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হবে। তার চার দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে।”

Next Article