হাওড়া: প্রয়াত হলেন হাওড়ার শিবপুরের প্রাক্তন বিধায়ক জটু লাহিড়ি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে ছাড়া পান। বৃহস্পতিবার সকালে হাওড়ার অম্বিকা কুন্ডু লেনে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৩৬ সালের ২৮ এপ্রিল জন্ম হয়েছিল জটুর। কংগ্রেস থেকে রাজনীতি শুরু। ১৯৯১ সালে শিবপুর কেন্দ্রে প্রথমবার প্রার্থী হয়েছিলেন। জয়ী হয়ে বিধায়ক হন। ১৯৯৬ সালেও নিদের পদ ধরে রাখেন তিনি। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০০১ সালে বিধানসভা ভোটে জিতেছিলেন জটু। তবে ২০০৬ সালে পরাজয়। ফের এলাকার সংগঠনে নজর দেন তিনি। ২০১১ ও ২০১৬ সালে আবারও জয়। শিবপুরের পাঁচ বারের বিধায়ক জটু। হাওড়া পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের পুরপিতা ছিলেন দীর্ঘদিন। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। টিকিট না পাওয়ায় দলের সঙ্গে মনোমানিল্য হয় তাঁর।
টুইট করে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শোকবার্তা, “বিশিষ্ট রাজনীতিবিদ জটু লাহিড়ির প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে হাওড়ার শিবপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতি চিরকাল অমলিন থাকবে। তাঁর পরিবার, পরিজন, অনুগামীদের সমবেদনা জানাই। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি হল।”
প্রাক্তন সহকর্মীর মৃত্যু নিয়ে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘তিনি দীর্ঘ দিন আমাদের কর্মী ছিলেন। একসঙ্গে আমরা বহু লড়াই করেছি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা রইল। ওঁকে আমি শ্রদ্ধা করি।’’