হাওড়া: ভয়াবহ পথদুর্ঘটনা কোনা এক্সপ্রেসওয়ের খেজুরতলা সিগন্যাল মোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা ডাম্পারে (Road Accident)। বাসের চালক-সহ ১০ জন যাত্রী আহত হন। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ হারিয়ে দূরপাল্লার বাসটি পিছন থেকে সজোরে গিয়ে ধাক্কা মারে ডাম্পারে। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ ওই বাস ও ডাম্পারটিকে আটক করে। বাসের চালক-সহ আহত যাত্রীদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, বাসটি হাওড়া-দিঘা রুটের। হাওড়া স্টেশন সংলগ্ন এলাকা থেকে ছেড়ে দিঘা যাচ্ছিল। বাসে থাকা যাত্রীরা জানান, গাড়ির গতি অনেকটাই বেশি ছিল। দ্রুতগতিতে যাওয়ার সময় সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারকে পিছন থেকে ধাক্কা মারে। এতটাই জোরাল ধাক্কা ছিল, বাসের সামনের অংশ কার্যত তুবড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসে প্রায় ৬৫ জন যাত্রী ছিলেন। বাসটি ধাক্কা মারতেই বাসের ভিতর এদিক ওদিক ছিটকে পড়েন যাত্রীরা। শিশু, বৃদ্ধ সকলেই ছিলেন বাসের ভিতর। এরমধ্যে ১০ জন কমবেশি আহত হন। কারও মাথায়, কারও হাতে, পায়ে, নাকে, মুখে চোট লাগে। হাওড়া সিটি পুলিশের অ্যাম্বুল্যান্সে করে আহতদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবশ্য অধিকাংশকেই ছেড়ে দেওয়া হয়। আহত যাত্রীদের মধ্যে শঙ্কর জানা বলেন, “হাওড়া স্টেশন থেকে বাসে উঠেছিলাম। আমার বাড়ি দিঘায়। সেখানেই ফিরছিলাম। বাস খুবই দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারে ধাক্কা মারল। আমি সামনের দিকে বসেছিলাম। হুড়মুড়িয়ে গিয়ে পড়ি। মাথায় আর ডান চোখে লেগেছে।”
বাগবাজারের বাসিন্দা পর্যটক মহারাজ নামে আরেক আহত যাত্রীর কথায়, “হাওড়া স্টেশন থেকে বাসে উঠেছিলাম। বাস এমন ধাক্কা মারল কপালের জোরে বেঁচেছি। মাথায়, নাকে সামান্য চোট পেয়েছি।” ঘটনার পর ডাম্পারটির চালক গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও কর্তব্যরত ট্রাফিক পুলিশের তৎপরতায় তা আটক করা হয়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ কোনা এক্সপ্রেসওয়েতে যানচলাচল ব্যহত হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ।