হাওড়া: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার জগৎবল্লভপুরে (Howrah Jagatballavpur)। স্থানীয় হাটাল পাত্রপাড়ায় রবিবার দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নিহতের নাম মধু পাখিরা (১৮)। এদিকে অভিযোগ, ওই বধূর দেহ রাস্তায় ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। স্থানীয় গ্রামবাসীরা ও বাপেরবাড়ির লোকজন এসে থানায় খবর দেয়। এরপরই তুমুল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দা ও মধুর বাপেরবাড়ির লোকজন। অভিযোগ, এরপর উত্তেজিত জনতা শ্বশুরবাড়িতে ভাঙচুর করে। জগৎবল্লভপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও RAF নামিয়ে পরিস্থিতি সামাল দিতে হয়। এমনকী দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশকে বাধার মুখেও পড়তে হয় বলে অভিযোগ।
পরিবার সূত্রে খবর, মাস ছয়েক আগে হাটালের সুরজিৎ পাখিরার সঙ্গে গ্রামেরই মেয়ে মধুর বিয়ে হয়। একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা। অভিযোগ, প্রেম করে বিয়ে করলেও বিয়ের পর থেকেই মধুকে শ্বশুরবাড়িতে নানারকম অত্যাচার করা হতো।
নিহত তরুণীর পরিবারের দাবি, এমনও হয়েছে, শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার মাত্রা ছাড়ানোয় বাপের বাড়িতেও চলে এসেছেন মধু। একবার বাপের বাড়িতে এসে বেশ কিছুদিন ছিলেন ওই তরুণী। মধুর বাড়ির লোকেরা জানান, সে সময় সুরজিতের বাবার অনুরোধে আবারও স্বামীর ঘরে ফিরে যান তরুণী। এসবের মধ্যেই রবিবার তরুণীর দেহ উদ্ধার হয়।
মধুর বাপের বাড়ির লোকজনের অভিযোগ, মধুকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এদিকে এই ঘটনার পর স্বামী-সহ তাঁর শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। তাতেই ফুঁসে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের একাংশের দাবি, অপরাধ ছিল বলেই বাড়িশুদ্ধ লোকজন পালিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। ঘটনাস্থলে উত্তেজনা থাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
মধুর মা বলেন, “বাড়িতে গিয়ে মেয়ে বলত শ্বশুর, শাশুড়ি মারধর করেন। আমি মেয়ে আর পাঠাতে চাইনি ও বাড়ি। শ্বশুর নিয়ে গেল। বাড়ি থেকে নিয়ে গিয়ে এই অবস্থা করল। শ্বশুর, শাশুড়ি, স্বামী, খুড়শ্বশুর, খুড়শাশুড়ি এই অবস্থা করল। এসে দেখছি রাস্তায় পড়ে আছে মেয়ে।”