হাওড়া: শিবপুরে অশান্তির নমুনা সংগ্রহে এবার ফরেনসিক টিম। মঙ্গলবার হাওড়া শিবপুরে ছয় সদস্যের একটি ফরেনসিক দল আসে। প্রথমে তাঁরা শিবপুর থানায় যান। পরবর্তীতে পুলিশকে সঙ্গে নিয়ে সেখান থেকে জিটি রোডের কুন্দল বাগান-সহ বিভিন্ন এলাকায় যান। সেখানে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। গত বৃহস্পতিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় কুন্দল বাগান, পি এম বস্তি,কাজীপাড়া সংলগ্ন জি টি রোড বরাবর বিস্তীর্ণ এলাকাজুড়ে। ফরেনসিক টিমের অফিসার দেবাশিস সাহা জানান, কেবল নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলছে। তদন্তের স্বার্থে তিনি বিশেষ কিছু জানাতে চাননি।
প্রসঙ্গত, শিবপুর, ডালখোলায় অশান্তির ঘটনায় রাজ্যকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। দুই জায়গায় সিসিটিভি ও ভিডিয়ো ফুটেজ জমা দিতে হবে রাজ্যকে। অশান্তি নিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরবর্তী শুনানি ৬ এপ্রিল। এলাকার পরিস্থিতি ঠিক রাখতে ইতিমধ্যেই পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এদিনের শুনানির সময়ে প্রধান বিচারপতি প্রথমেই জানতে চান, এই ধরনের মিছিলের অনুমতি দেওয়া হয়েছে কেন? গত বছর এই ধরনের মিছিলের ক্ষেত্রে কোনও সমস্যা হয়েছিল কি না?
সোমবার মিছিল ঘিরে হাওড়ার শিবপুর-সহ একাধিক জায়গায় অশান্তি হয়। তা নিয়েই আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই অশান্তির কথা উল্লেখ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। যে যে এলাকায় অশান্তি হয়েছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও সিবিআই তদন্তের আবেদনও করা হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হয়ে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। গোটা বিষয়টির বিস্তারিত বিবরণ চেয়ে রিপোর্ট তলব করেছে আদালত। হাইকোর্টের নির্দেশের পরই মঙ্গলবার অশান্তিপ্রবণ এলাকাগুলিতে নমুনা সংগ্রহ করতে তৎপর ফরেনসিক টিম।