Train Service Stopped: তিন ঘণ্টা পর হাওড়া মেন লাইনে চালু হল ট্রেন, স্বস্তিতে যাত্রীরা

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 04, 2023 | 1:04 AM

Train Service Stopped: একে একে ছাড়া হচ্ছে দুন এক্সপ্রেস, বাঘ এক্সপ্রেস। এরপর লোকাল ট্রেনগুলি ছাড়া হবে বলে সূত্রের খবর।

Train Service Stopped: তিন ঘণ্টা পর হাওড়া মেন লাইনে চালু হল ট্রেন, স্বস্তিতে যাত্রীরা
ইদ উপলক্ষ্যে বিশেষ ট্রেন

Follow Us

রিষড়া: প্রায় ৩ ঘণ্টা পর চালু হল ট্রেন। মধ্যরাতে স্বস্তি ফিরল যাত্রীদের। রাত ১০ টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত ১ টার কিছু আগে রেল পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে রেল সূত্রের খবর। জানা গিয়েছে, প্রথমে এক্সপ্রেস ট্রেনগুলি ছাড়া হবে। পরে ছাড়া হবে লোকাল ট্রেন। (UPDATE 12.55 am)

সূত্রের খবর, উত্তরবঙ্গ সফর বাতিল করে কলকাতায় ফিরে আসছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবারই তিনি কলকাতায় ফিরতে পারেন বলে সূত্রের খবর।

———————————

ট্রেন ছাড়বে না, শুধু এটুকুই বলা হচ্ছে। এর থেকে বেশি কিছু বুঝে উঠতে পারছেন না যাত্রীরা। রাত ১০ টায় আচমকা মাঝপথে থেমে যায় একাধিক ট্রেন। ২ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। বাড়ি ফেরার উপায় খুঁজে না পেয়ে অনেকেই ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করেছেন। কয়েক হাজার যাত্রী আটকে রয়েছেন ট্রেনের মধ্যেই।

ইতিমধ্যেই হাওড়া স্টেশনে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেছেন যাত্রীরা। কেন প্রশাসনের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সেই প্রশ্ন তুলে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। রিষড়ায় ঘটনাস্থলে পৌঁছেছেন এডিজি দক্ষিণবঙ্গ সিদ্ধিনাথ গুপ্তা সহ একাধিক পুলিশ অফিসার। UPDATE (12.25 am)

হাওড়া স্টেশনের ছবি

————————————————————-

হাওড়া মেন লাইনে বন্ধ ট্রেন চলাচল। সোমবার রাতে হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে ওই লাইনের সব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একাধিক ট্রেন।

আটকে রয়েছে দুন এক্সপ্রেস, কাঠগোদাম এক্সপ্রেস। সূত্রের খবর, ট্রেনের ভিতরে দরজা-জানালা বন্ধ করে বসে রয়েছেন আতঙ্কিত যাত্রীরা। রেল গেট ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জানা গিয়েছে, গন্ডগোল যখন শুরু হয় তখনই দুন এক্সপ্রেস ওই জায়গা দিয়ে যাচ্ছিল। পাথর এসে পড়ায় চালক ট্রেন থামিয়ে দেন।

এই প্রসঙ্গে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রেল গেট বন্ধ করা যাচ্ছে না। সে কারণেই হাওড়া মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। যতক্ষণ না গেট বন্ধ করা যাবে, ততক্ষণ ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে না। রাত ১০ টা থেকে বন্ধ রয়েছে সব লোকাল ও এক্সপ্রেস ট্রেন।

রেল সূত্রে জানানো হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে। তবে যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে, নিরাপদে ট্রেন চলাচলের উপযুক্ত পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হবে বলেই রেল সূত্রে খবর। বহু নিত্য যাত্রী বাড়ি ফিরছিলেন, প্রত্যেকেই আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। কতক্ষণে তাঁরা বাড়ি ফিরতে পারবেন, তা এখনও স্পষ্ট নয়। বাড়ি ফিরতে না পেরে হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখাচ্ছেন যাত্রীরা।

উল্লেখ্য, রবিবার রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগ ওঠে।

Next Article