হুগলি: বলাগড় থেকে উদ্ধার হল বিপন্ন প্রজাতির ভারতীয় তারকা কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপ তুলে দেওয়া হয়েছে বন দফতরের হাতে। রবিবার রাতে বলাগড় (Balagarh) থানার সোমড়াবাজার এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়। ভারতীয় তারকা কচ্ছপ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিশেষ এক বিপন্ন প্রজাতির কচ্ছপ, যারা শুষ্ক এলাকা এবং জঙ্গল এলাকায় থাকে। গা দেখে মনে হবে যেন কারুকার্য করা। ২০১৬ সাল থেকে এই প্রজাতির কচ্ছপ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা আইইউসিএন (IUCN) রেড লিস্টে দুর্বল হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। আইইউসিএন মূলত বিভিন্ন বিপন্ন উদ্ভিদ ও প্রাণীর তালিকা রেড ডেটা বুকের মাধ্যমে প্রকাশ করে। মূলত বিপন্ন, সঙ্কটজনক, বিলুপ্ত প্রজাতির প্রাণীর তালিকা থাকে।
বলাগড় থানার ওসি সমর দে বলেন, “রবিবার রাতে সোমড়াবাজার এলাকার মানুষ কচ্ছপটিকে ঘুরতে দেখে থানায় খবর দেন। আমরা গিয়ে দেখি এটা সত্যি বিরল প্রজাতির কচ্ছপ। সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। খবর দেওয়া হয় বনদফতরে। সবরকম নিয়ম মেনে কচ্ছপটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়। আমরা চাই বিপন্ন প্রজাতির এই প্রাণীদের রক্ষা করতে।”
সোমবার সকালে চুঁচুড়া বন দফতরের আধিকারিক প্রদীপকুমার পাড়ুইয়ের হাতে বলাগড় থানার পক্ষ থেকে কচ্ছপটিকে তুলে দেওয়া হয়। তাঁর কথায়, “এটি একটি বিপন্ন প্রজাতির কচ্ছপ। আমরা বন দফতরের পক্ষ থেকে উলুবেরিয়ায় আমাদের যে পশু সংরক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানে রেখে দেব।” এদিকে রবিবার কচ্ছপটিকে রাস্তায় দেখে হইহই পড়ে যায় এলাকায়। ভিড় জমিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। পিঠে তারার মতো কারুকাজ। একটি বালতিতে রাখা হয় তাকে।