ডানকুনি: মর্মান্তিক! আগুন লেগে ভস্মীভূত তিনটি খাটাল। মৃত প্রায় ৪০টি গরু। মৃত প্রায় অবস্থা ৩০ বেশি গরুর। জখম প্রায় ১৫ টি। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডানকুনির রথতলা সংলগ্ন খালপাড়ে অবস্থিত একটি খাটালে আচমকা আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি খাটালে। পাশেই ছিল গেঞ্জির কারখানা। সেই কারখানাও আগুনের কবলে চলে যায়। অবশেষে দু’টি দমকলের ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম সহ অন্যান্য কাউন্সিলররা। হাসিনা শবনম বলেন, “আমি এসে দেখছি প্রায় ৪০টি গরু মারা গিয়েছে। গরুগুলো এমন ভাবে বাঁধা ছিল যে বের করা যায়নি। বাঁধন আলগা থাকলে হয়ত বের হতে পারত। কিছু গরু প্রাণে বেঁচে গিয়েছে। আমি এখন শুনলাম ওদের ট্রেড লাইলেন্স নেই।”
খাটালের মালিক বলেন, “অনেক গুলো গরুর ক্ষতি হয়েছে। ওই গেঞ্জি কারখানাটা আমার জায়গায় তৈরি হয়েছিল। মেশিন ছিল আমাদের। কোটি টাকার মতো খরচা হয়েছে।” যদিও ওই কারখানার মালিকের কাছে কোনও লাইসেন্স ছিল না বলেই জানা গিয়েছে।