উলুবেড়িয়া: রাতে ঘুমাচ্ছিল বাবা। আচমকা ঘরে ফিরে বাবার থেকে টাকা চাইছিল ছেলে। শুরু হয় তর্কাতর্কি। টাকা না দেওয়ায় বাবাকে বেধড়ক মারতে শুরু করে গুণধর ছেলে। হাতে ওঠে ইট। সেই ইট দিয়েই বাবার মাথায় লাগাতার আঘাত। তাতেই মৃত্যু হল বৃদ্ধের (Murder in Howrah)। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার রাজাপুর থানার খলিসানি গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর গ্রামে। মৃত ব্যক্তির নাম তপন মণ্ডল (৫৮)। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, দিনে-রাতে সর্বদাই মদ-গাঁজার নেশা করে থাকে তপন মণ্ডলের ছেলে কুমারেশ মণ্ডল। সেই নেশার টাকা চাইতেই মাঝরাতে বাড়িতে আসে সে। কিন্তু, বাবা টাকা দিতে অস্বীকার করায় তাঁকে পিটিয়ে খুন করেছে কুমারেশ।
এদিকে ঘটনার কথা চাউর হতেই কুমারেশকে বেঁধে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। ঘটনায় কুমারেশের বউদি অঞ্চলি মণ্ডল বলেন, “ও একমাস কাজে যায়নি। ঘরেই থাকতো। আমাদের টাকাতেই কোনওমতে দিন কাটাতো। কিন্তু, রোজই ও টাকা চাইতো। আমরা তো গরিব মানুষ। সব সময় টাকা দিতে পারতাম না। মদ-গাঁজা খাবে বলেই ওই টাকা চাইতো ও। দিতে পারতাম না বলে সব সময় কাটারি, বটি, রড নিয়ে ঘুরে বেড়াতো। মেরে ফেলবে বলে হুমকি দিত। কাল রাতেও একই ঘটনা ঘটে। তখনই শ্বশুরকে ইট দিয়ে মারে।”
অন্যদিকে আলিপুরদুয়ারে আবার এদিন নিজের মাকে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতারও করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বেংডোবা বনবস্তি এলাকায়। মৃত মহিলার নাম বাহা কিস্কু (৫৯)। এদিন সকালে নিজের বাড়ি থেকেই তাঁর রক্তা দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন।