হাওড়া: এক তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত ওই ছাত্রীকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এদিকে অভিযুক্ত গৃহশিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাবা। অভিযোগ, তার পর থেকে আবার ওই পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন ওই শিক্ষক। এর পর এদিন বিকালে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হাওড়ার নিশ্চিন্দার রাজচন্দ্রপুর এলাকার প্রফুল্লনগরে।
জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বাড়ির কাছেই এক প্রাইভেট টিউটরের কাছে পড়তে যায় বছর নয়ের ছাত্রী। তার বাবার অভিযোগ, পড়া না পারায় তাঁর মেয়েকে বেধড়ক মারধর করা হয়। মেয়ের বাঁ হাত ভাঙা। সেখানে প্লেট বসানো রয়েছে। এ কথা জানা সত্ত্বেও ওই শিক্ষক তার ওপরই মারধর করেন বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়ে মেয়েটি।
খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন। গুরুতর আহত অবস্থায় ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় চিকিৎসকের কাছে। আতঙ্কে খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে যন্ত্রণাকাতর মেয়েটি। এর মধ্যে বৃহস্পতিবার রাতেই ওই শিক্ষকের বিরুদ্ধে নিশ্চিন্দা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার।
আরও পড়ুন: বিজেপির এগিয়ে থাকা বুথে কাজ করলেই খুন! অভিযোগ তুলে ইস্তফা তৃণমূল প্রধানের
কিন্তু এর পর থানা থেকে তাঁর বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য ওই ছাত্রীর পরিবারকে নানাভাবে চাপ দিতে থাকেন শিক্ষক। এমনই অভিযোগ পরিবারের। তাদের অভিযোগ, বেশ কয়েকজন যুবককে নিয়ে কেস তুলে নিতে বারবার হুমকি দিচ্ছেন ওই শিক্ষক। এর জেরে আতঙ্কে গোটা পরিবার। অবশেষে শুক্রবার বিকালে ওই গৃহশিক্ষককে আটক করে পুলিশ। ঘটনার জেরে এলাকায় শুরু হয় তীব্র উত্তেজনা।