Howrah: জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম করা দৃশ্য, ছোট্ট মেয়েটা তখন মামারবাড়িতে

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Dec 14, 2023 | 6:03 PM

Howrah: স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর দশেক আগে বিজয়-দীপিকার বিয়ে হয়। তাঁদের ৯ বছরের একটি মেয়েও রয়েছে। লোহার ব্যবসা রয়েছে বিজয়ের। অন্যদিকে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন দীপিকা। পরিবার সূত্রে খবর, আগে ভাল চললেও বর্তমানে বেশ কিছুদিন ধরেই বিজয়ের ব্যবসায় মন্দা চলছিল।

Howrah: জানালা দিয়ে উঁকি দিতেই হাড়হিম করা দৃশ্য, ছোট্ট মেয়েটা তখন মামারবাড়িতে
ঘটনায় শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হাওড়া: রাতে ডাকাডাকি করেছিল প্রতিবেশীরা। কিন্তু, মেলেনি সাড়া। শেষে জানালা দিয়ে উঁকি মারতেই চোখ কপালে উঠে যায় সকলের। দেখা যায় ঘরের মধ্যে সিলিং থেকে ঝুলছে দম্পতির দেহ। সঙ্গে সঙ্গেই খবর যায় পুলিশে। পুলিশ এসে বিজয় কুমার সাউ (৩৬) ও দীপিকা সাউ (৩০) নামে ওই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার সালকিয়া ধর্মতলা লেনের একটি ফ্ল্যাটে। 

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর দশেক আগে বিজয়-দীপিকার বিয়ে হয়। তাঁদের ৯ বছরের একটি মেয়েও রয়েছে। লোহার ব্যবসা রয়েছে বিজয়ের। অন্যদিকে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন দীপিকা। পরিবার সূত্রে খবর, আগে ভাল চললেও বর্তমানে বেশ কিছুদিন ধরেই বিজয়ের ব্যবসায় মন্দা চলছিল। বাজারে মোটা টাকার ঋণও হয়ে গিয়েছিল। সে কারণেই মানসিক অবসাদেও ভুগছিলেন। কিন্তু, ঠিক সেই কারণেই শেষ পর্যন্ত তিনি স্ত্রীকে নিয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন কিনা তা এখনও স্পষ্ট নয়। তাঁদের ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে পুলিশ। 

সূত্রের খবর, বুধবার সন্ধ্যা থেকে স্বামী-স্ত্রী দু’জনেই বাড়িতে ছিলেন। কিন্তু, মেয়েকে রেখে এসেছিলেন মামারবাড়িতে। রাতে ঘটে যায় এই দুর্ভাগ্যজনক ঘটনা। বাবা-মাকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন তাঁদের ৯ বছরের ছোট্ট মেয়ে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শোকের ছায়া পরিবারে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা করেছেন ওই দম্পতি। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকেও।

Next Article