Howrah: জেলের ভিতর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 11, 2024 | 4:50 PM

Howrah: পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে নিজের বান্ধবীকে ছুরি মেরে খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় মুম্বাইয়ের ওই ব্যবসায়ী মঙ্গেশ।

Howrah: জেলের ভিতর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের
হাওড়ায় বিচারাধীনবন্দির আত্মহত্যার চেষ্টা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা এক বিচারাধীন বন্দির। বুধবার দুপুর সোয়া একটা নাগাদ হাওড়া আদালত চত্তরে ঘটনাটি ঘটে। মঙ্গেশ বাদলিয়া যাদব নামে ওই বিচারাধীন বন্দিকে জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কী ঘটেছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের বাইরে নিজের বান্ধবীকে ছুরি মেরে খুনের ঘটনায় গোলাবাড়ি থানার পুলিশের হাতে গ্রেফতার হয় মুম্বাইয়ের ওই ব্যবসায়ী মঙ্গেশ। এরপর থেকে হাওড়া জেলা সংশোধনাগারে বিচারাধীন বন্দি হিসেবে ছিলেন তিনি। এ দিন, এই মামলার শুনানি জন্য তাকে হাওড়া আদালতে নিয়ে আসা হয়।

আইনজীবীরা জানান, আচমকাই তিনি পকেট থেকে একটি ব্লেড বের করে নিজের গলায় চালিয়ে দেন।কীভাবে ধারাল ব্লেড ওই বন্দির কাছে এলো তা নিয়ে পুলিশি গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও এই ঘটনায় ক্রিমিনাল কোট বার লাইব্রেরি সেক্রেটারি গৌতম ঢ্যাং জানান, “এই ঘটনায় মানুষের মনের অভিসন্ধির কথা বলা অসম্ভব। কে কখন কীভাবে ব্লেড নিয়ে আসবে কে বলতে পারে। যদিও সম্পূর্ণ ঘটনা আসামি আগে থেকেই পরিকল্পনা করে এসেছিল। তবে জেলে পুলিশ প্রশাসনের আর একটু সজাগ নজরদারির দরকার।”

Next Article