বাগনান: বেহালার (Behala) যুবকের দেহ উদ্ধার হল প্রায় ৭০ কিলোমিটার দূরে হাওড়ার (Howrah) বাগনান মানকুর ঘাটে রূপনারায়ণের তীরে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা রূপনারায়ণ নদের পাড়ে আটকে থাকতে দেখেন এক যুবকের দেহ। পরনে জিন্সের প্যান্ট, জামা ও পায়ে বুট ছিল বলে জানা যায়। তবে ওই যুবক এলাকার নয় বলে বুঝতে পারেন স্থানীয়রা। খবর যায় পুলিশের। কিছু সময় পর বাগনান থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শুভদীপ রায় (২৬)। বাড়ি বেহালায়।
ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশের ধারণা মৃতদেহটি অন্য জায়গা থেকে ভেসে এসেছে। মৃতদেহের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি ওই যুবক যে কোম্পানিতে কাজ করতেন সেখানকার আইডেন্টি কার্ড এবং একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।
সূত্রের খবর, ২বছর আগে শুভদীপের বাবা মারা গিয়েছিলেন। তারপর থেকে মায়ের সঙ্গে থাকতেন তিনি। চাকরি করতেন এটিএমে টাকা ভারার কাজ করে এমন একটি সংস্থায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে অফিস যাচ্ছে বলে বাড়ি থেকে বের হন শুভদীপ। বিকেলের পর থেকে তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। পরিবারের লোকজন শনিবার সকালে বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করে। শেষে রবিবার দেহ উদ্ধার হয় বাড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বাগনান মানকুর ঘাটের কাছে। কিভাবে এত দূরে দেহ এল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে মৃতার পরিচিত হৃতময় বিশ্বাস বলেন, “সকালে বাড়ি থেকে বেরিয়েছিল অফিস যাচ্ছি বলে। তারপর অফিসে পৌঁছে মাকে ফোনও করেছিল। জানায় অফিস পৌঁছে গিয়েছি। রাত ১১টা বেজে গেলেও বাড়ি ফেরেনি। একাধিক বার ওর মা ওকে ফোন করেও ফোনে পায়নি। এরপরই যেখানে কাজ করত সেখানে ফোন করলে মালিক জানায় ওইদিন সে কাজেই আসেনি। তারপর থেকে আমার লাগাতার ফোন করে গেলেও ফোনে পাওয়া যায়নি। আজ তো এই কাণ্ড হল। ওর বাবা ২ বছর আগে মারা গিয়েছে। কী করে এখন এসব ঘটে গেল বুঝতে পারছি না। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি।”